সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার ছত্রছায়ায় দেশকে লুটছেন আদানি (Adani Group)? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের পালটা দিয়ে এই প্রশ্নই তুললেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কংগ্রেস সভাপতির মতে, দেশ থেকে কোম্পানি রাজ দূর করতে তেরঙ্গার ছায়ায় দাঁড়িয়ে লড়াই করেছিল কংগ্রেস। ভারতে যেন কোনও কোম্পানি আধিপত্য বসাতে না পারে, তার জন্যও প্রাণপণে লড়াই করবে তাঁর দল। প্রসঙ্গত, কর্ণাটকে একটি জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষীয়ান নেতা হলেও তাঁর মাথায় ছাতা ধরা হয় না। পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ছায়া পান।
প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেছিলেন, “কর্ণাটকের ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গেজির প্রতি আমি শ্রদ্ধাশীল। কিন্তু মানুষের জন্য কাজ করা সত্ত্বেও তাঁকে সম্মান দেয়নি দল। ছত্তিশগড়ের সম্মেলনে তাঁর মাথায় ছাতা ধরা হয়নি। অথচ তাঁর পাশেই দাঁড়িয়ে থেকে অন্য ব্যক্তির ভাগ্যে ছাতার ছায়া জুটেছিল।” এই ঘটনার একদিন পরেই পালটা দিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি।
[আরও পড়ুন: প্রথা ভেঙে দোল পূর্ণিমার আগেই ‘বসন্ত বন্দনা’, সূচি প্রকাশ বিশ্বভারতীর]
টুইট করে খাড়গে বলেন, “প্রধানমন্ত্রী, কার ছত্রছায়ায় থেকে আপনার পরম বন্ধু দেশের আকাশ-পাতাল সব লুট করে নিচ্ছে? আমরা তো তেরঙ্গার ছত্রছায়ায় দাঁড়িয়ে থাকা কংগ্রেসি, যারা কোম্পানি রাজের অবসান ঘটিয়ে স্বাধীনতা এনেছিল। দেশকে আবার কোম্পানি শাসনের অধীনে যেতে দেব না।”
আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মানলেও এখনও কমিটি গঠন করেনি কেন্দ্রীয় সরকার।”মোদিজি একটা কথা বলুন, আদানি ইস্যুতে যৌথ কমিটি কবে গঠন করবেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন কংগ্রেস সভাপতি। তবে এই প্রসঙ্গে কোনও উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের তরফে।