shono
Advertisement

CAA-তে আবেদন করলেই ৫ বছরের জন্য বিদেশি! মতুয়াদের সাবধান করলেন মমতা

রাজ্যে সিএএ হবে না, সাফ জানিয়ে দিলেন মমতা।
Posted: 02:20 PM Mar 31, 2024Updated: 04:44 PM Mar 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া মন জয়ে CAA তাস খেলেছে বিজেপি। এবার সেই তাসকে টেক্কা দিতে পালটা ‘বিদেশি’ কার্ড খেললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নদিয়ার ধুবুলিয়ার সভামঞ্চ থেকে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে তাঁর সতর্কবাণী, CAA-তে আবেদন করলেই ৫ বছরের জন্য় বিদেশি। এনআরসির আওতায় পড়বেন।

Advertisement

রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিয়েছে গেরুয়া শিবির। দেশজুড়ে কার্যকর করেছে সিএএ। গেরুয়া শিবিরের আশা, এই বৈঠায় ভর দিয়ে বনগাঁ-রানাঘাট, কৃষ্ণনগরের মতো একাধিক বিধানসভা কেন্দ্রে বৈতরণী পার করা যাবে। কিন্তু এদিনের সভা থেকে মমতা বলেন, “মোদির গ্যারান্টি জিরো। আমাদের গ্যারান্টি মানুষের জয়। আমরা বলছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, এনআরসি-সিএএ করতে দেব না।”

[আরও পড়ুন: ‘বিজেপির মুখোশ খুলতে মহুয়াকে জেতান’, কৃষ্ণনগরের ইতিহাস তুলে রাজমাতাকে তোপ মমতার]

এর পরই মতুয়া সম্প্রদায়কে সতর্ক করে মমতা বলেন, “সিএএ-তে আবেদন করবেন না। আবেদন করলেই কিন্তু ৫ বছরের জন্য বিদেশি হয়ে যাবেন। এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে।” এর পরই বিজেপিকে ‘জুমলা পার্টি’ বলে খোঁচা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ওদের তো অনেক মতুয়া নেতা-মন্ত্রী আছে। তাঁরা আবেদন করছেন না কেন? আবেদন করলে তো আর ভোটে দাঁড়াতে পারবেন না।” যদিও বিজেপি এই ইস্যুতে লাগাতার দাবি করেছে, জনসাধারণকে সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল।

[আরও পডুন: ‘কুরুক্ষেত্র’ বারাকপুর, পার্থ-অর্জুনের ‘মহাভারতে’ শেষ হাসি কার? ফ্যাক্টর হবে বামেরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার