shono
Advertisement

কুড়মি আন্দোলনকে খলিস্তানিদের তুলনা, অজিতের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মমতা

তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আদিবাসী কুড়মি সমাজ।
Posted: 06:02 PM May 08, 2023Updated: 06:06 PM May 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তফসিলি উপজাতিভুক্ত (ST) হওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আদিবাসী কুড়মি সমাজ। আদিবাসী জনজাতির এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানিদের সঙ্গে তুলনা করে তুমুল বিতর্ক তৈরি করেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর তথা বিধায়ক (TMC MLA) অজিত মাইতি। এবার তাঁর পক্ষ থেকে কুড়মিদের কাছে ক্ষমা চেয়ে নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসে অজিত মাইতির মন্তব্য নিয়ে প্রশ্ন। যার উত্তরে তিনি বলেন, “অজিত মাইতি যেটা বলেছেন, আমারও খুব খারাপ লেগেছে। আমি ওকে ফোন করেছিলাম। ও বলল, আমি অন্যভাবে বলতে চেয়েছি, ওরা মন্তব্য ঘুরিয়ে বলেছে। আদিবাসীরা আমার ঘরের ভাই-বোন। ওদের খুব ভালবাসি। যারা মাহাতো কুড়মি, তাদেরও আমি ভালবাসি। তাদের দাবি মতো আমরা কেন্দ্র সরকারকে চিঠিও লিখেছি। অজিত মাইতির যদি এমন কিছু বলে থাকে কিংবা ওর মন্তব্যকে বিকৃত করে থাকে বিজেপি, তাহলে আমি বলব, ওই বক্তব্যটা আমাদের বক্তব্য নয়। আমরা কুড়মিদের ভালবাসি। আদিবাসীদের যথাযোগ্য সম্মান করি। যদি তার (অজিত) বক্তব্য ঘুরিয়ে বলার জন্য বা মুখ ফসকে বলে ফেলার জন্য যদি তারা দুঃখ পেয়ে থাকে, তাহলে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।”

[আরও পড়ুন: ‘চুপচাপ বসে থাকবেন না তো কি সকলের চাকরি খাবেন?’, রাজ্যপালের মন্তব্যের পালটা মমতার]

বিতর্কের সূত্রপাত গত শনিবার। মেদিনীপুর শহরে তৃণমূলের সমাবেশ ছিল। হাজির ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি -সহ দলের বিশিষ্টরা। সেখানে বক্তব্য রাখতে গিয়েই অজিত মাইতি বলেন, ”আমাদের কুড়মি আন্দোলনের প্রতি সমর্থন আছে। ভাইবোনেরা ভুল বুঝবেন না। কিন্তু কয়েকজন স্বঘোষিত কুড়মি নেতা খলিস্তানিদের (Khalistani) মতো কুড়মি ভাইবোনেদের ভুল বোঝাচ্ছে। এতে অবশ্য সিপিএম, বিজেপির উসকানিও থাকতে পারে। কুড়মিদের উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এসটি সার্টিফিকেট কখনও মুখ্যমন্ত্রী দিতে পারেন না।”

অজিত মাইতির মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। নিঃশর্ত ক্ষমার দাবি তোলে বিরোধীরা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর হয়ে ক্ষমা চেয়ে নিলেন। 

[আরও পড়ুন: আদালত চত্বরে রবীন্দ্রকবিতা পাঠ পার্থর, মুখ খুললেন ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়েও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement