সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বাইরে যে শ্রমিকরা কাজ করেন, তাঁদের সবাইকে বলি সময়মতো নিজেদের এলাকায় ফিরে ভোটটা দিন। আপনাদের ভোট খুবই মূল্যবান। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সভা থেকে এভাবেই সরাসরি পরিযায়ী শ্রমিকদের ভোটদানের আহ্বান জানালেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ প্রসঙ্গে এনআরসি, এনপিআরের কথাও উল্লেখ করলেন তিনি। মনে করিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব নিয়ে এ ধরনের গেরোয় পড়তে হবে।
বাঁ পায়ে চোট, রক্ত এখনও জমাট বেঁধে রয়েছে, শরীর ক্লান্ত। তা সত্ত্বেও মনোবল অটুট। হুইলচেয়ারে বসেই জেলা সফরে নির্বাচনী প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিনে তিনটি জনসভায় বক্তব্য রাখছেন। বৃহস্পতিবারও পশ্চিম মেদিনীপুরের তিনটি সভা করেছেন তিনি। গড়বেতার পর কেশিয়াড়ির সভায় এসে পরিযায়ী শ্রমিকদের ভোট চাইলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। বললেন, ”যাঁরা বাইরে কাজের জন্য রয়েছেন, তাঁদের বলি, যেদিন এলাকায় ভোট আছে, সেদিন ফিরে ভোটটা দিন। আপনাদের নিজেদের অধিকার রক্ষা করুন। মনে রাখবেন, এনআরসি, এনপিআর করে বিজেপি আপনাদের বিপাকে ফেলবে। আমি রাজ্যে এনপিআর করতে দিইনি, এনআরসি-ও করতে দেব না।”