shono
Advertisement

Breaking News

পরনে আদিবাসী পোশাক, হাসিমারায় ধামসা-মাদলের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

দেখুন ভিডিও।
Posted: 12:38 PM Jun 08, 2022Updated: 01:17 PM Jun 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে ফের অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। হাসিমারায় ধামসা-মাদলের ছন্দে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গণবিবাহের অনুষ্ঠানে আশীর্বাদ করলেন নবদম্পতিদের। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত সকলে। 

Advertisement

গত সোমবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল তাঁর। এদিন নির্দিষ্ট সময়ে গণবিবাহের অনুষ্ঠানস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তবে এদিন শুরু থেকেই চমক দিয়েছেন তিনি। আদিবাসী পোশাকে সেখানে যান মুখ্যমন্ত্রী। এরপর কথা বলেন বেশ কয়েকজন পাত্র-পাত্রীর সঙ্গে। তাঁদের আশীর্বাদ করে হাতে তুলে দেন উপহারের প্যাকেট। তারপর বিয়ের আয়োজনের খোঁজ খবর নেন। এরপরই ধামসা মাদলের তালে পা মেলান মুখ্যমন্ত্রী।    

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ! ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের বিরুদ্ধে দায়ের FIR]

সাদা ও সবুজ শাড়ি পরে এদিন বেশ কিছুক্ষণ আদিবাসী সুরের ছন্দে পা মেলান মুখ্যমন্ত্রী। নাচের মাঝেই আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত আদিবাসীরা। অনেকেই জানান অভাব- অভিযোগ। এরপর মঞ্চ থেকে একাধিক আদিবাসীকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প উপহার দেন।

তবে এই প্রথম নয়, আগেও একাধিকবার অন্য মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কখনও পূর্ব মেদিনীপুরে সটান ঢুকে পড়েছেন চায়ের দোকানে। নিজের হাতেই বানিয়েছেন চা। সেই চা চেখে দেখেছেন অনেকেই। আবার কখনও ঢুকে পড়েছেন হোটেলে। নিজেই নেড়েছেন খুন্তি। হোটেল মালিকের থেকে খোঁজ নিয়েছেন কী কী মশলা দেওয়া হয়েছে রান্নায়। গতবছরও আলিপুরদুয়ারে আদিবাসী মানুষের মাঝে মিশে ধামসা-মাদলের তালে পা মিলিয়েছেন। এদিনও একইভাবে আদিবাসী সুরের তালে পা মেলান তিনি।    

[আরও পড়ুন: মাদক খাইয়ে অন্তর্বাসে স্বামীর মুখ বেঁধে খুনের চেষ্টা! নেপথ্যে মানসিক সমস্যা নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার