shono
Advertisement

বরদাস্ত করব না নিজের মর্জি মতো চলা, কঠোর বার্তা প্রশাসক মমতার

“যুদ্ধের সময় যাঁরা দলের বিরোধিতা করেন, তাঁদের কোনও ক্ষমা নেই৷” জানা গিয়েছে, এবার মন্ত্রিত্ব ও সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছেন দলনেত্রী৷ এক্ষেত্রে পারফরম্যান্সই শেষ কথা৷ The post বরদাস্ত করব না নিজের মর্জি মতো চলা, কঠোর বার্তা প্রশাসক মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:47 PM May 21, 2016Updated: 05:13 PM May 21, 2016

স্টাফ রিপোর্টার: বিরাট জয় বাড়িয়েছে দায়িত্ব৷ ভবিষ্যতে মানুষের রায়কে আরও বেশি মর্যাদা দিতেই দ্বিতীয় ইনিংসের শুরুতেই কঠোর হাতে দলের রাশ ধরতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি নবনির্বাচিত বিধায়ক তথা দলের পদাধিকারী ও সাংসদদের সঙ্গে বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিলেন, যেমন খুশি বলা, যেমন খুশি চলা তিনি আর বরদাস্ত করবেন না৷ মানুষ যে রায় দিয়েছে তা অভূতপূর্ব৷  এর পরেও যাঁরা জিততে পারেননি, তাঁদের মানুষ প্রত্যাখ্যান করেছে৷ নিজেকে বড় ভাবলে এমনই হয়৷ মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্যর মতো প্রার্থীদের ক্ষেত্রে অবশ্য নেত্রী সহানুভূতিশীল৷ এক্ষেত্রে অন্য ফ্যাক্টর কাজ করেছে৷

Advertisement

এছাড়া যাঁরা দলের প্রার্থীর বিরোধিতা করেছেন অথবা বিরূপ মন্তব্য করে বিরোধীদের খুশি করেছেন, তাঁদের বিরুদ্ধেও মমতা কঠোর৷ রানাঘাট মহকুমায় তিনটি গুরুত্বপূর্ণ আসন খুইয়েছে তৃণমূল৷ মূলত, এই কারণে সরে যেতে হচ্ছে নদিয়া জেলা সভাধিপতি বাণী রায়কে৷ তাঁর জায়গায় আসছেন দীপক বোস৷ পাশাপাশি দীনেশ ত্রিবেদী, আরাবুল ইসলামের মতো কয়েকজনের আচরণে নেত্রী এতটাই ক্ষুব্ধ যে তিনি বৈঠকে বলছেন, “যুদ্ধের সময় যাঁরা দলের বিরোধিতা করেন, তাঁদের কোনও ক্ষমা নেই৷” জানা গিয়েছে, এবার মন্ত্রিত্ব ও সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছেন দলনেত্রী৷ এক্ষেত্রে পারফরম্যান্সই শেষ কথা৷

শুক্রবার কালীঘাটের অফিসে পরিষদীয় দলের বৈঠকে দলনেত্রী নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখেন মমতা৷ সেখানে তিনি বলেন, “যাঁরা জিতেছেন সবাইকে শুভেচ্ছা৷ যাঁরা পরাজিত হয়েছেন তাঁরাও ভাল লড়াই করেছেন৷ কিন্তু কেন জিততে পারেননি সেটা বুঝতে হবে৷ সবাইকে মিলেমিশে কাজ করতে হবে৷ পুনরায় মানুষ আমাদের উপর যে বিপুল মাত্রায় আস্থা রেখেছেন, তার পূর্ণ মর্যাদা দিতে হবে৷ বিধায়ক হয়ে গেলেই কাজ শেষ হয়ে যায় না৷ এখন থেকে আপনাদের মানুষের জন্য কাজ করা শুরু হল৷ নিজের এলাকায় আরও বেশি করে সময় দিন৷” নেত্রীর কাছে নিদিষ্ট খবর রয়েছে, যাদবপুর-সহ কিছু আসনে মানুষ ভোট দিতে দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে৷ এগুলিতে ফল খারাপ হয়েছে৷ এই পরিকল্পনা ছিল ভবানীপুরেও৷ মানুষকে বেরোতে দেওয়া হয়নি৷ তা হলে আরও ভাল ফল হত৷ এছাড়াও কিছু আসনে ফল খারাপ হয়েছে নেতৃত্বের গাফিলতি ও গোষ্ঠীদ্বন্দ্বের জন্য৷ জেলা সভাপতিদের কাছ থেকে এ নিয়ে জানতে চান দলনেত্রী৷ হলদিয়া, তমলুক, মালদা, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ির আসন গুলিতে ফল খারাপ হয়েছে৷ নেতাদের সতর্ক করেই মমতা বলেন, “উত্তরবঙ্গের ১০-১১টা আসনে আগে থেকে জোর দিতে বলেছিলাম৷ অ্যালার্ট করেছিলাম, তার পরেও শোনা হয়নি৷”

এদিন ওই বৈঠকের পর রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে সরকার গঠনের দাবি জানান ২১১ বিধায়কের নেত্রী৷ সঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়৷ ঘণ্টা দেড়েকের মধ্যে কালীঘাটে ফিরে আসেন৷

এদিকে বর্ণাঢ্য শপথের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে তৃণমূল শিবিরে৷

আগামী ২৭ মে রেড রোডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শপথগ্রহণ অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হবে, তা নিয়ে তৃণমূল শিবিরে এখন ব্যস্ততা তুঙ্গে৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কংগ্রেস সভানেত্রী, অখিলেশ যাদব, নীতীশ কুমার, জয়ললিতা, অরবিন্দ কেজরিওয়াল, লালুপ্রসাদ যাদব-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতৃত্বকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে৷ অমিতাভ বচ্চন, শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হচ্ছে৷ এককথায় তারকাখচিত হতে চলেছে এই শপথগ্রহণ অনুষ্ঠান৷ এদিনই জয়ললিতা ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান৷ মমতা বলেন, “চিঠিপত্র তৈরি, কার্ড ছাপানো হচ্ছে৷ প্রস্তুতি চলছে অনুষ্ঠানের৷ শপথের সময়টা এখন চূড়ান্ত হয়নি৷ প্রোটোকল অনুযায়ী সকলকে আমন্ত্রণ করা হবে৷” কেন রেড রোডে শপথগ্রহণ অনুষ্ঠান, তার ব্যাখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৫ আগস্ট জনগণের স্বাধীনতা দিবস রেড রোডে হয়৷ আমরা আসার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানও সেখানে করা হয়েছে৷ রাজভবন কিংবা নেতাজি ইণ্ডোরে করলে তিন-চার হাজার মানুষ অনুষ্ঠান দেখতে পারতেন৷ বাইরে করলে ২০হাজার মানুষ অনুষ্ঠান দেখতে পারবেন৷ তাই জনগণের জন্যই এই অনুষ্ঠান করা৷ তাদের ধন্যবাদ দেওয়া৷ আর রাস্তাই রাস্তা দেখাবে৷” তবে দূরত্বের জন্য এবার আর শপথগ্রহণের পর হেঁটে নবান্নে যাবেন না বলে জানিয়েছেন তিনি৷ তাঁর বক্তব্য, “আগেরবার ৩৪ বছর পর নতুন সরকারের অনুষ্ঠান ছিল৷ আর এবার দূরত্বটাও একটু বেশি৷”

The post বরদাস্ত করব না নিজের মর্জি মতো চলা, কঠোর বার্তা প্রশাসক মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement