shono
Advertisement

Breaking News

বাংলায় বিজেপিকে হারাতে পারে শুধু তৃণমূল, ফের স্পষ্ট বার্তা মমতার

আগেরবার ভোটের লাইন ম্যানেজ করেছে বিএসএফ, বালুরঘাটে অভিযোগ মমতার।
Posted: 08:40 PM Jan 30, 2024Updated: 08:40 PM Jan 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই জানিয়ে দিয়েছিলেন, বাংলার ৪২ আসনে কোনওরকম সমঝোতা হবে না। এখানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল একাই যথেষ্ট। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আরও একবার অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর সাফ বক্তব্য, “বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিততে পারে একমাত্র তৃণমূল।”

Advertisement

জেলা সফরে গিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। ঠিক একদিন আগে এই রুট দিয়েই গিয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুলের সঙ্গে কার্যত একই রুটে পদযাত্রা করলেও এদিন কংগ্রেস বা রাহুল নিয়ে সরাসরি কিছু বলেননি মমতা। জোট নিয়েও স্পষ্ট কোনও বার্তা দেননি। কিন্তু বুঝিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল (TMC) লড়বে একাই। নেত্রী এদিন বলেন, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিতবে একমাত্র তৃণমূল।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

রায়গঞ্জে জনসভার পর এদিন সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে সভা করেন মমতা। সেখানে ২০১৯ লোকসভায় বিএসএফের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ঘুরিয়ে অভিযোগ করে দেন, উনিশে সুকান্তর জয়ে ভূমিকা ছিল বিএসএফেরও। মমতার অভিযোগ, ২০১৯ লোকসভায় ভোটের লাইন ‘ম্যানেজ’ করেছে বিএসএফ (BSF)।

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

দলনেত্রী এদিন বলে দেন, আমার কাছে ইনফরমেশন (তথ্য) আছে। আগের বার বালুরঘাটে ভোটের লাইন করিয়েছিল বিএসএফ। মমতার দাবি, ভোট করানোর কোনও অধিকার বিএসএফের নেই। ভোট করায় নির্বাচন কমিশন, ডিএম, এসপিরা। সেখানে বিএসএফ গিয়ে লাইন ম্যানেজ করে। এবার যদি শুনি… মনে রাখবেন ভোট থাকবে না। আমরা থেকে যাব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement