সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এনিয়ে চাকরিহারাদের পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেউ চিন্তা করবেন না, জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে আছি।'' এর পরই তিনি পরোক্ষে হাই কোর্ট-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুললেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গিয়ে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুললেন। মমতার কথায়, ''বোমা ফাটাবে বলেছিল। কী বোমা? এই ২৬ হাজার চাকরি বাতিলের বোমা? সোমবার হাই কোর্ট কী রায় দেবে, সেটা আগে থেকে কী করে জানল? আমি বলে রাখি গদ্দারদের, এর জন্য় আমরা লড়াই করব। যত দূর যেতে হয়, যাব।'' একই সুর শোনা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায়। তিনিও প্রশ্ন তুললেন, ''যে বোমার কথা বলা হচ্ছে, তা কি বিজেপি পার্টি অফিসে বসে বাঁধা হয়েছে নাকি হাই কোর্টের উঠোনে?''
গত শনিবার মালদহের রতুয়ায় নির্বাচনী জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হুঁশিয়ারির সুরে বলেছিলেন, আগামী সপ্তাহে বোমা বিস্ফোরণ হবে। তার জবাবে রবিবার কুমারগ্রামের নির্বাচনী সভা থেকে বলেন, ''ওরা বোমা ফাটালে আমরা কালীপটকায় জবাব দেব।'' এর পর সোমবারই শিক্ষক নিয়োগ মামলার রায় দেখা গেল, হাই কোর্ট ২০১৬ সালের নিয়োগের প্যানেল বাতিল করেছে। যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারালেন। এমন 'বিস্ফোরণ'-এর ইঙ্গিতই কি ছিল শুভেন্দুর হুঁশিয়ারিতে? তা নিয়েই চাকুলিয়ার সভা থেকে তাঁকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এখানেই স্পষ্ট, এসএসসি রায়কে কেন্দ্র করে বিজেপি-হাই কোর্ট আঁতাঁতের অভিযোগকে হাতিয়ার করছে তৃণমূল।
[আরও পড়ুন: জঙ্গিদের নিশানায় অভিষেক! মুম্বই হামলার চক্রীকে গ্রেপ্তার STF-এর]
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের সুর শোনা গিয়েছে কুণাল ঘোষের (Kunal Ghosh) গলাতেও। এদিন রায় ঘোষণার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, যোগ্য প্রার্থীদের প্রতি কি সুবিচার হল? এর পরই শুভেন্দুর বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষের জবাব, ''কে কী লক্ষ্যে একথা বলেছে, জানা নেই। তবে যদি কেউ ২ দিন আগে বোমা ফাটানোর কথা বলেন আর ২ দিন পর হাই কোর্ট (Calcutta HC) এভাবে চাকরি বাতিল করে এবং তার পর যদি কেউ এই দুটির মধ্যে কোনও যোগস্থাপন করেন, তাহলে তো তিনি ভুল করবেন না। আমারও তো প্রশ্ন, বোমার সুতো কি বিজেপি পার্টি অফিসে বসে নাকি হাই কোর্টের উঠোনে বাঁধা হয়েছিল?''