shono
Advertisement

ভিক্টোরিয়া চত্বরের নয়া নামকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নয়া রাস্তার নাম হবে ‘দেখো রে’৷ The post ভিক্টোরিয়া চত্বরের নয়া নামকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Nov 13, 2016Updated: 08:59 AM Nov 13, 2016

দীপঙ্কর মণ্ডল: নন্দন চত্বরের রাস্তা এবার রঙিন হতে চলেছে৷ শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন৷

Advertisement

দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দন চত্বরে আসেন৷ নব সাজের নন্দন চত্বর দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন৷ ভিক্টোরিয়া থেকে প্ল্যানেটোরিয়াম পর্যন্ত হাঁটার জন্য একটি রাস্তা তৈরির নির্দেশও দেন৷ জানান, নয়া রাস্তার নাম হবে ‘দেখো রে’৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে এই চত্বর সেজে উঠেছে৷ নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, গগনেন্দ্র প্রদর্শশালা-সহ প্রত্যেকটি প্রেক্ষাগৃহ নতুন করে সাজানো হয়েছে৷ রঙিন কাগজ কেটে সর্বত্র সাজানো৷ একটি মৃত গাছ কেটে মানুষের আদল দেওয়া৷ শেষ মুহূর্তে কোনও খামতি থেকে গেল কি না তা নিজে তদারকি করলেন মুখ্যমন্ত্রী৷ আগত দর্শকদের সঙ্গে কথাও বলেন৷ জিজ্ঞেস করেন, সিনেমা দেখছেন? কেমন লাগছে৷ সবাই জানিয়েছেন– দিদি আপনি এই চত্বরকে এত সুন্দর করে সাজিয়েছেন, আমরা বাকরুদ্ধ৷ ঘনিষ্ঠদের মমতা নির্দেশ দিয়েছেন, এই চত্বরের মেঝেও রঙিন করা যায় কি না তা দেখতে৷ একই সঙ্গে এই এলাকার বিভিন্ন রাস্তার নামও মনীষীদের নামে রাখা যায় কিনা তা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷

উৎসব প্রাঙ্গণে কত কত ভাষা৷ কত কত পোশাক৷ কত রকমের খাবার৷ সবার লক্ষ্য একটাই৷ ভাল সিনেমা দেখা৷ শনিবার ভিড় উপচে পড়েছে নন্দন চত্বরে৷ সন্ধের পর যেন মায়াবী জগৎ৷ দেশ-বিদেশের সিনেমা দেখতে উন্মুখ সবাই৷ রবিবার থেকে রবীন্দ্র সদনের পাশে ‘আড্ডা’ নামে একটি অস্থায়ী অডিটোরিয়াম তৈরি হয়েছে৷ পাশে খাবারের স্টল৷ এমনিতে অ্যাকাডেমির সামনে প্রায় প্রতিদিন মানুষ আড্ডা দেন৷ এদিন উৎসব উপলক্ষ্যে এই জায়গায় থিকথিকে ভিড়৷ গগনেন্দ্র প্রদর্শশালা মহানায়ক উত্তমকুমারের বহু বিরল ছবি দিয়ে সাজানো৷ এদিন তা ঘুরে দেখেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়৷

The post ভিক্টোরিয়া চত্বরের নয়া নামকরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement