shono
Advertisement

আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে আমন্ত্রিত মমতা

জুন মাসে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সময় শেষবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকায় এসেছিলেন মমতা৷ The post আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে আমন্ত্রিত মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Sep 07, 2016Updated: 12:05 PM Sep 07, 2016

সুকুমার সরকার, ঢাকা: শাসক দল আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে এবারও আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ২২ ও ২৩ অক্টোবর আওয়ামি লিগের ২০ তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন হতে চলেছে৷

Advertisement

১৯৯৯ সালে আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন মমতা৷ সেবার তিনি ঢাকায় বেশ কয়েক দিন থেকেছিলেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ৷ গত বছর মমতা দু’বার ঢাকায় এসেছিলেন৷ অংশ নিয়েছিলেন ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে৷ জুন মাসে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের সময় শেষবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকায় এসেছিলেন মমতা৷ আওয়ামি লিগ এবার তাদের জাতীয় সম্মেলনে মমতা ছাড়াও আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিএম নেতা বিমান বসু, তামিলনাড়ু ও দিল্লির মুখ্যমন্ত্রী জয়ললিতা এবং অরবিন্দ কেজরিওয়ালকে৷

এছাড়া ব্রিটেনের লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি, রাশিয়ার ইউনাইটেড রাশিয়া ও রিপাবলিকান পার্টি অফ রাশিয়া, জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি, নেপালের কমিউনিস্ট পার্টি ও নেপালি কংগ্রেস, শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টি ও আইটিএকে, জাপানের ডেমোক্র্যাটিক পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি, অস্ট্রেলিয়ার লেবার পার্টি ও রিপাবলিক পার্টি, কানাডার কনজারভেটিভ পার্টি ও নিউ ডেমোক্র্যাটিক পার্টি, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস ও ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সকেও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে৷

The post আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে আমন্ত্রিত মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement