-
- ফটো গ্যালারি
- Mamata banerjee lighting the lamp during the inauguration of 27th kolkata international film festival
শুরু ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেখে নিন উদ্বোধনী অনুষ্ঠানের রঙিন ঝলক
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত।
Tap to expand
সোমবার থেকে শুরু হল ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Film Festival)। এদিন নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হল এই উৎসবের। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। হাজির ছিল প্রায় গোটা টলিউড। ছবি: পিন্টু প্রধান
Tap to expand
সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে গান ও নাচের মধ্যে দিয়ে বিশেষ সম্মান জানানো হয় তাঁকে। মঞ্চে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সায়নী ঘোষ। ছবি: পিন্টু প্রধান
Tap to expand
২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্দীপ রায় ও দেব। ছবি- পিন্টু প্রধান
Tap to expand
সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিল প্রায় গোটা টলিপাড়া। মঞ্চে দেখা গেল শুভশ্রী, নুসরত. মিমি, পাওলি দাম, সায়ন্তিকা, মমতা শংকর, ইন্দ্রাণী হালদার, কোয়েল মল্লিকদের মতো অভিনেত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও তুললেন সবাই। ছবি- পিন্টু প্রধান
Tap to expand
উদ্বোধনী অনুষ্ঠানে গানের তালে নেচে উঠলেন অভিনেত্রী সায়ন্তিকা। ছবি- পিন্টু প্রধান
Tap to expand
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন অভিনেত্রী দেবলিনা কুমার। ছবি- পিন্টু প্রধান
Tap to expand
উৎসবের আলো গায়ে মেখে সেলফি তোলায় ব্যস্ত পাওলি দাম ও শুভশ্রী। ছবি- পিন্টু প্রধান
Tap to expand
সেলফি তোলায় মগ্ন রাজ চক্রবর্তী, দেব, গৌতম ঘোষ, পরমব্রতরা। ছবি- পিন্টু প্রধান
Tap to expand
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত। উৎসবে, থাকবে মোট ২০০টি শো। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দু’টি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুরা ভবনে শো দেখানো হবে। ছবি- শুভ্ররূপ বন্দ্য়োপাধ্য়ায়
Tap to expand
সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জানকসোর জন্ম শতবর্ষ। ত্রয়ীকে বিশেষ শ্রদ্ধা জানাতে তালিকায় রাখা হয়েছে তাঁদের তৈরি সিনেমা এবং তথ্যচিত্র। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্য়ায়
Tap to expand
দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ারকেও বিশেষ সম্মান জানাতে তাঁদের অভিনীত সিনেমাও থাকছে। ১ মে পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব। ছবি- শুভ্ররূপ বন্দ্যোপাধ্য়ায়
Published By: Akash MisraPosted: 09:21 PM Apr 25, 2022Updated: 09:42 PM Apr 25, 2022
চলচ্চিত্র উৎসব চলবে ১ মে পর্যন্ত।