মোদির সঙ্গে বৈঠক, সৌজন্য বিনিময় যোগীর সঙ্গে, দিল্লিতে দিনভর একাধিক কর্মসূচি মুখ্যমন্ত্রীর
বিশেষ কারণে শনিবার শহরে ফেরা হল না মমতার।
Tap to expand
শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Tap to expand
পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও শনিবার দিল্লিতে বিচারপতিদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট ধরে কথা হয়েছে তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবুজ এবং প্রধান বিচারপতি এনভি রামানাকে হলুদ উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী।
Tap to expand
এদিনের সম্মেলনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশেই ছিল মমতার আসন। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়।
Tap to expand
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গেও কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Tap to expand
পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গেও কথা বলেন মমতা। সূত্রের খবর, পাঞ্জাবে জয়ের জন্য মানকে শুভেচ্ছাও জানান তিনি।
Tap to expand
দিনের শেষ কলকাতায় ফেরার কথা থাকলেও মুখ্যমন্ত্রী ফিরতে পারেননি। জানা গিয়েছে বিচারপতিদের কনভেনশনে একটি প্রস্তাবে সই করার কথা ছিল মমতার। সম্মেলনের প্রথমার্ধে সেই প্রস্তাব পেশ না হওয়ায় ফিরতে পারলেন না মুখ্যমন্ত্রী। রবিবার সকালে শহরে ফিরবেন তিনি।
Published By: Subhajit MandalPosted: 06:41 PM Apr 30, 2022Updated: 08:37 PM Apr 30, 2022
বিশেষ কারণে শনিবার শহরে ফেরা হল না মমতার।