সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন চলাকালীন রাতারাতি বদলে গিয়েছে রাষ্ট্রায়ত্ত জাতীয় সম্প্রচার সংস্থা দূরদর্শনের (Doordarshan) লোগো। নীলের পরিবর্তে তা হয়েছে গেরুয়া। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন, অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
শনিবার সোশাল মিডিয়ায় এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, 'যখন গোটা দেশে নির্বাচন চলছে সেই সময় হঠাৎ দূরদর্শনের লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত। এটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি। জাতীয় সম্প্রচার সংস্থায় বিজেপি পন্থা এবং পক্ষপাত কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।" পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "নির্বাচন উপলক্ষে দেশে যখন আদর্শ আচরণবিধি লাগু হয়েছে সেই সময় এই কাজের অনুমতি কীভাবে দিল কমিশন? অবিলম্বে এই ঘটনায় পদক্ষেপ নেওয়া উচিত কমিশনের। এবং দূরদর্শনের পুরানো লোগো নীল রং ফিরিয়ে আনা উচিত।'
মুখ্যমন্ত্রীর পাশাপাশি আগেই আগেই এই ইস্যুতে সরব হয়েছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘জাতীয় সম্প্রচারক দূরদর্শন ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোকে গেরুয়া রং করেছে! প্রাক্তন সিইও হিসাবে আমি এর গৈরিকীকরণ দেখছি খুবই আশঙ্কা নিয়ে। উপলব্ধি করছি যে, এটা আর প্রসার ভারতী নয়, এটা প্রচার ভারতী!’
[আরও পড়ুন: রবিবার রাঁচিতে ইন্ডিয়া জোটের ‘উলগুলান’, মেগা বৈঠকে তৃণমূলের প্রতিনিধি কে?]
দূরদর্শন যে লোগো বদল করতে চলেছে আগেই সোশাল মিডিয়ায় তা ঘোষণা করেছিল প্রসার ভারতী। লোগো বদলের পর সোশাল মিডিয়া পোস্টে ডিডি নিউজের তরফে বলা হয়, নতুন রূপে সামনে এলেও তাদের মান একই থাকবে। পোস্টে লেখা হয়েছে, ‘একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হোন যা আগে কখনও হয়নি…। সম্পূর্ণ নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন। আমাদের বলার সাহস আছে, আমরা গতির চেয়েও নির্ভুল, দাবির চেয়েও তথ্য, চাঞ্চল্যের চেয়েও সত্যের উপর জোর দিই। কারণ ডিডি নিউজে যদি কোনও খবর থাকে, সেটি সত্য।’ তবে লোগো বদল নিয়ে তীব্র বিতর্কের মাঝে প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী বলেন, 'কোথায় গেরুয়া এটা তো কমলা রং। মাঝে মাঝেই আমাদের লোগোর রং বদলানো হয়। গত বছরও ডিডি ইন্ডিয়ার রং বদলানো হয়েছিল। এবারও সেটাই হয়েছে।'
[আরও পড়ুন: কাকভোরে কালীগঞ্জে বিস্ফোরণে উড়ল সোনার দোকান, ঝলসে গেলেন মালিক]
কিন্তু ডিডি নিউজ যা-ই বলুক, তাতে সমালোচনা থামছে না। লোগোর রং বদলের সময় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, জাতীয় পতাকায় গেরুয়া রং রয়েছে। কিন্তু শাসকদল বিজেপিও তা বহুল ব্যবহারে অভ্যস্ত। মূলত হিন্দুত্ববাদী সমস্ত দলই গেরুয়া রংকে একচেটিয়া ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে।