shono
Advertisement
Mamata Banerjee

কিংবদন্তি শৈলেন মান্নার নামে হাওড়ায় রাস্তার নামকরণ, নির্দেশ মমতার

হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Published By: Suhrid DasPosted: 06:33 PM Dec 10, 2024Updated: 08:37 PM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামাঙ্কিত রাস্তা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিলেন। মঙ্গলবার দিঘা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে তিনি হেলিকপ্টার করে দিঘা যান। তার আগে তিনি এই নির্দেশ দিয়েছেন।

Advertisement

বাংলা ফুটবলের অন্যতম কিংবদন্তি শৈলেন মান্না। জাতীয় ফুটবলেও তিনি স্বনামধন্য। এক দশকের বেশি সময় আগে তিনি পরলোকগমন করেছেন। তাঁকে শ্রদ্ধা ও সম্মান জানাতে তাঁর নামে রাস্তার নাম করার নির্দেশ দেওয়া হল। এদিন মুখ্যমন্ত্রী হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছন। সেখানে হাওড়ার জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন।

ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই ড্রেনেজ ক্যানেল রোড। সেই রাস্তার নাম বদল করেই ফুটবলার শৈলেন মান্নার নামে রাখার নির্দেশ দেওয়া হল। নতুন নামের পাশাপাশি রাস্তার সৌন্দর্যায়ন হবে। সেলফ হেল্প গ্রুপের একাধিক দোকানও সেখানে তৈরির কথা বলেছেন তিনি। দ্রুত যাতে এই কাজ হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। শহর কলকাতায় একাধিক রাস্তা বাঙালি মনীষীদের নামে রয়েছে। কলকাতার লি রোডের নাম বদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে ওই রাস্তার নাম রাখা নয় সত্যজিৎ রায় ধরণি। 

তিনদিনের দিঘা সফরে মুখ্যমন্ত্রী। দিঘাতে জগন্নাথ মন্দির তৈরির কাজ চলছে। সেই কাজ কত দূর এগোল? সেইসব কাজ খতিয়ে দেখবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন দিঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • হাওড়ার ডুমুরজলা থেকে তিনি হেলিকপ্টার করে দিঘা যান।
  • তার আগে তিনি এই নির্দেশ দিয়েছেন।
Advertisement