shono
Advertisement

নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইটার ‘ডিপি’ কালো করার ডাক মুখ্যমন্ত্রীর

'গ্রেট সেলফিশ ট্যাক্স' বলে জিএসটি-কে কটাক্ষ মমতার৷ The post নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইটার ‘ডিপি’ কালো করার ডাক মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:05 PM Nov 06, 2017Updated: 07:45 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে নোট বাতিলের বর্ষপূর্তি৷ কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করতে কোমর বেঁধেছে বিরোধী দলগুলি৷ আর এই বিরোধিতায় আগাগোড়া যাঁকে দেখা দিয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনিতেই তৃণমূলের তরফে ৮ নভেম্বর বিভিন্ন কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে৷ তবে এবার নেটদুনিয়াতেও অভিনব পদক্ষেপ মমতার৷ নোট বাতিলের বর্ষপূর্তি উপলক্ষে সকলকে টুইটার ডিপি বা ডিসপ্লে পিকচার কালো করে প্রতিবাদে শামিল হওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর৷

Advertisement

একধাক্কায় অনেকটাই বাড়ছে রেলের ভাড়া, মাথায় হাত মধ্যবিত্তের ]

নোট বাতিলের বিরুদ্ধে গোড়া থেকেই তিনি প্রতিবাদে সরব৷ ভারতের মতো বিপুল বৈচিত্র ও জনসংখ্যার দেশে এই সিদ্ধান্ত যে ব্যুমেরাং হতে পারে তা আঁচ করেছিলেন নিখুঁতভাবেই৷ তখন তা রাজনৈতিক বিরোধিতা হিসেবেই দেগে দেওয়া হয়েছিল৷ কিন্তু বছর ঘুরতে দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেননি৷ বাতিল নোট নিয়ে আরবিআই এখনও যেভাবে নাকানি চোবানি খাচ্ছে আর আর্থিক বৃদ্ধি হ্রাস হয়েছে, তাতে বোঝা যাচ্ছে তাঁর অনুমান নির্ভুলই ছিল৷ অসংগঠিত ক্ষেত্র, ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ প্রায় বিপর্যয়ের মুখে৷ মুখ বাঁচাতে কেন্দ্রকেই এখন নানারকম সাফাই দিতে হচ্ছে৷

এই পরিস্থিতিতে একজোট বিরোধীরা৷ রাহুল গান্ধী ইতিমধ্যেই দিনটিকে কালাদিবস হিসেবে পালনের ডাক দিয়েছে৷ একই আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ তৃণমূল স্তরে নানা কর্মসূচি নেওয়া হয়েছে৷ তবে একটা মমতা ভোলেননি যে, বিজেপি নেটদুপনিয়ায় অতি সক্রিয়৷ ভারচুয়াল দুনিয়ায় প্রচার করে মানুষের মনে বাস্তবরহিত অন্য ছবি ফুটিয়ে তুলতে তাদের জুড়ি মেলা ভার৷ এতদিন ঘুমন্ত থাকার পর তাই নেটদুনিয়ায় সক্রিয় হয়েছেন রাহুল গান্ধীও৷ এবার বিজেপির শক্ত ঘাঁটিতেই কেন্দ্রকে বেঁধার চেষ্টায় মমতা৷ তাঁর আহ্বান, ৮ নভেম্বর সকলে তাঁদের টুইটারের ডিসপ্লে পিকচার কালো করুন৷ সেটাই হবে নোট বাতিলের মতো বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ৷

অন্যদিকে জিওসটি-কেও একহাত নিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রী যাকে ‘গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স’ বলেছিলেন, রাহুল তাঁর নাম দিয়েছেন ‘গব্বর সিং ট্যাক্স’৷ মমতার ভাষায় তা হয়েছে ‘গ্রেট সেলফিশ ট্যাক্স’৷ জিএসটি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে কড়া চিঠি দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ আর টুইটারে জিএসটি রূপায়ণে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে সরব হলেন মমতা৷ বাস্তবের মাটি ও ভারচুয়াল দুনিয়া, বিরোধিতার মানে ও মাত্রায় কোথাও ফাঁক রাখছেন না মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post নোট বাতিলের বর্ষপূর্তিতে টুইটার ‘ডিপি’ কালো করার ডাক মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার