shono
Advertisement

Mamata Banerjee: শক্তিগড় শুটআউটে কোল মাফিয়া রাজুর মৃত্যু নিয়ে মুখ খুললেন মমতা

তৃণমূল নেত্রীর নিশানায় বিজেপি।
Posted: 04:27 PM Apr 04, 2023Updated: 04:29 PM Apr 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তিগড় শুটআউটে কয়লা মাফিয়ার মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপির সঙ্গে কয়লা মাফিয়ার যোগ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “পরশুদিনই এক কোল মাফিয়া মারা গিয়েছে, কই মুখ খুলছেন না তো?” এরপরই রাজু ঝায়ের সঙ্গে রাজনৈতিক দলের যোগ নিয়েও খোঁচা দেন তিনি।

Advertisement

মঙ্গলবার দিঘায় তৃণমূলের বুথস্তরের কর্মিসভায় যোগ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই মঞ্চ থেকেই মমতার প্রশ্ন, “বলুন, কারা কারা ছিল তাঁর (রাজু ঝা) হোটেলে? কোন মন্ত্রী, কোন নেতা, কাদের কাদের টাকা দিয়েছে? কোন পার্টিকে সাহায্য করত?” এরপরই তৃণমূল সুপ্রিমোর খোঁচা, “কই এসব নিয়ে বলছেন না তো, মুখে কুলুপ এঁটেছে!”

[আরও পড়ুন: সিকিমে প্রবল তুষারঝড়ের কবলে ১৫০ পর্যটক, আটকে বাঙালিরাও, কমপক্ষে মৃত ৬]

প্রসঙ্গত, শনিবার রাতে শক্তিগড়ে দুষ্কৃতীর গুলিতে প্রাণ গিয়েছিল বিজেপি নেতা তথা কয়লা মাফিয়া রাজু ঝা। অন্ধকার জগতে নিরঙ্কুশ প্রতিপত্তি থাকলেও রাজনৈতিক জগতে পরিবারের আপত্তি সত্বেও যোগ দেন রাজু। দলের কাছে প্রত্যাখ্যাত হলেও দুর্গাপুরে তাঁর বিলাসবহুল হোটেলেই উঠতেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিকরা। এতে রাজুর দিল্লিস্তরে যোগাযোগ বাড়তে থাকে। কেন্দ্রীয়স্তরে সখ্যতা হওয়ায় অনেক বিজেপি নেতারও চক্ষুশূল হয়ে উঠেছিলেন রাজু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে বাঁচতে বহু অন্ধকার জগতের লোক রাজুর উপর এই কারণেই ভরসা করেছিলেন। এসব নিয়েই এবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। 

[আরও পড়ুন: সিকিমে প্রবল তুষারঝড়ের কবলে ১৫০ পর্যটক, আটকে বাঙালিরাও, কমপক্ষে মৃত ৬]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার