shono
Advertisement

Breaking News

দার্জিলিঙে কাফে হাউসের উদ্বোধনে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, গাইলেন রবীন্দ্র সংগীতও

মুখ্যমন্ত্রীর পরামর্শেই তৈরি হয়েছে ক্যাফেটি।
Posted: 01:52 PM Jul 12, 2022Updated: 02:33 PM Jul 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পাহাড়েও জমবে কফি হাউসের আড্ডা। চায়ের কাপে উঠবে তুফান। মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে মাত্র তিন মাসের মধ্যে দার্জিলিংয়ে তৈরি হয়ে গেল রুফটপ ক্যাফে ‘কাফে হাউস’। মঙ্গলবার এই নতুন কফি হাউসের উদ্বোধনে গিয়ে আড্ডায় মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গাইলেন রবীন্দ্র সংগীতও।

Advertisement

হাসছে পাহাড়। আর সেই শান্তিপূর্ণ পাহাড়ে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী। জিটিএর (GTA) শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়েই একপ্রস্থ আড্ডা জমালেন দার্জিলিংয়ের নতুন ‘কফি হাউসে’। দার্জিলিংয়ে আগত পর্যটকদের ‘কাফে হাউসে’ ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “পাহাড়ে বাংলার স্বাদ, কলকাতার স্বাদ পেতে হলে আসতেই হবে কাফে হাউসে।”

[আরও পড়ুন: শ্মশানে দুর্নীতি: নোটিস শুভেন্দুর দাদা ও ভ্রাতৃবধূকে, গ্রেপ্তার সৌমেন্দু অধিকারীর প্রাক্তন গাড়ির চালক]

এরকমই এক পাহাড় সফরে গিয়ে দার্জিলিংয়ে কাফে হাউস তৈরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৈরি করে দিয়েছিলেন থিম সংও। বলেছিলেন, পর্যটক টানতে তৈরি হতেই পারে রুফটপ কাফে। কারণ, ওই এলাকা থেকে স্পষ্ট দর্শন মেলে কাঞ্চনজঙ্ঘার। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে কফির কাপে চুমুক দিতে বহু পর্যটকই নয়া রুফটপ ক্যাফেতে ভিড় জমাবেন বলে আশা মুখ্যমন্ত্রীর। মাত্র তিন মাসের মধ্যে তৈরি হয়ে গিয়েছে এই কাফে। মঙ্গলবার সেই কাফেতে বসে গরম চায়ে চুমুক দিয়ে গান ধরলেন তিনি। 

মুখ্যমন্ত্রীর বৈঠকী আড্ডায় অন্যান্যদের সঙ্গে হাজির ছিলেন বাঙালি অভিনেতা তথা গায়ক সাহেব চট্টোপাধ্যায়ও। তাঁর অনুরোধেই গানে গলা মেলান মুখ্যমন্ত্রী। গাইলেন রবীন্দ্র সংগীত। এদিন মমতা বলেন, “কলকাতার কফি হাউসে মান্না দের গানের কথা মাথায় রেখেই দার্জিলিঙে ক্যাফে তৈরির কথা বলেছিলাম। কফির স্বাদের পাশাপাশি কলকাতা-রাজ্য এবং মা-মাটি-মানুষের স্বাদ পেতে এখানে আসতেই হবে।”

[আরও পড়ুন: দার্জিলিংয়ে নতুন শিল্প নগরী, IT হাব, পাহাড়ের উন্নয়নের রূপরেখা দিলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার