shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

শুভেন্দুর 'খলিস্তানি' মন্তব্যের প্রতিবাদ করেননি কেন? বিজেপি প্রার্থীকে প্রশ্ন মমতার

Published By: Paramita PaulPosted: 02:41 PM Apr 27, 2024Updated: 03:05 PM Apr 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দুর খলিস্তানি মন্তব্যকে নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আসানসোলের বিজেপি প্রার্থী শিখ ধর্মাবলম্বী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে নিশানা করে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, পুলিশ কর্মীকে খলিস্তানি বলার প্রতিবাদ করেননি কেন? মুসলিমদের পাকিস্তানি বলার প্রতিবাদ সরব হননি কেন? একইসঙ্গে আসানসোলে প্রার্থী পরিবর্তন নিয়েও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তিনি।

Advertisement

শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে কুলটিতে জনসভা করেন মমতা। সেখান থেকেই তাঁর কটাক্ষ, "এবার তো প্রার্থী বদলে গেল বিজেপি! গতবার যিনি বর্ধমান -দুর্গাপুর আসনটি জিতেছিলেন এবার তিনি এই আসনটা ম্যানেজ করেছেন কোনও মতে।" এর পরই মমতার তোপ, "গদ্দার যখন আমাদের পুলিশ কর্মীকে খলিস্তানি বলেছিল তখন প্রতিবাদ করেননি কেন?" 

[আরও পড়ুন: এক কেজি কাঁচালঙ্কা চিবিয়ে খান, মুখে মাখেন ৫০০ গ্রাম! নদিয়ার যুবকের কীর্তি ভাইরাল

শুভেন্দু অধিকারীর এক শিখ পুলিশ আধিকারিককে 'খলিস্তানি' বলে কটাক্ষ করেছিলেন বলে দাবি তৃণমূলের। এদিন তৃণমূল সুপ্রিমো সেই বিতর্ক আরেকবার উসকে শিখ ভোটারদের মনে বিজেপি-বিদ্বেষ তৈরির চেষ্টা করলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। কারণ, আসানসোল লোকসভায় একটা বড় অংশ শিখ ধর্মাবলম্বী ভোটার। বিজেপি প্রার্থীও একজন শিখ ধর্মাবলম্বী। 

ভোটে জিততে আলুওয়ালিয়া বিপুল অংকের টাকা ছড়ান বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, গতবার প্রচুপ টাকা ছড়িয়ে ভোটে জিতেছিলেন। তার পর ৫ বছর আর দেখা পাওয়া যাননি সাংসদের। একইসঙ্গে নতুন আশঙ্কার কথাও শোনালেন তিনি। মমতার ক'টাক্ষ, "এবারও এসে ৫ হাজার. ১০ হাজারের প্যাকেট দেবে। এবার বলবেন ৫-১০ হাজারে হবে না। ১৫ লক্ষ চাই।"

[আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক, ফের বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement