shono
Advertisement

‘আপনারা আমাদের উৎসবটাকেও ছাড়লেন না’, পুজোয় ‘রাজনীতি’ নিয়ে বিজেপিকে তোপ মমতার

বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন মমতা।
Posted: 03:17 PM Oct 26, 2023Updated: 04:19 PM Oct 26, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কলকাতা তথা বাংলার দুর্গাপুজোয় গেরুয়া শিবিরের রাজনীতির বিরুদ্ধে বরাবরই সবর তৃণমূল কংগ্রেস। আর এবার সাংবাদিক সম্মেলনে সরাসরি বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সরকারকে বিঁধে মমতার বক্তব্য, ‘আপনারা আমাদের ফেস্টিভ্যালটাকেও ছাড়লেন না।’

Advertisement

পায়ে চোট। তাই পুজোটা বাড়িতেই কেটেছে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। কালীঘাটের কার্যালয় থেকেই ভারচুয়ালি একাধিক পুজোর উদ্বোধন করেছেন। অবশেষে আজ, দ্বাদশীতে কালীঘাট থেকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই বিজেপি শীর্ষ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিলেন মমতা। বলে দেন, “ওরা আগে বলত, তৃণমূল বাংলায় দুর্গাপুজো করতে দেয় না। আমরা পুজোকে প্রোমোট করে করে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে এলাম। আর যেই ইউনেস্কো আমাদের হেরিটেজ ঘোষণা করে দিল, অমনি এখানে এসে ওদের নেতা বলল তৃণমূল অসুর। ওদের বিনাশ করতে হবে।” এরপরই যোগ করেন, “আপনাদের অসুবিধা কী, আসুন আপনারা। আমাদের কোনও সমস্যা নেই।”

[আরও পড়ুন: ‘বালু অসুস্থ, ওর কিছু হলে বিজেপির বিরুদ্ধে FIR করব’, হুঁশিয়ারি মমতার]

আজ, বুধবার জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল। বৃহস্পতিবার আবার রেড রোডে বর্ণাঢ্য কার্নিভ্যাল আয়োজিত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার অন্যতম কারণ এই কার্নিভ্যালও। অথচ ঠিক এই সময়ই কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে মোদি সরকার। নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে ইডি। যার জেরে কার্নিভ্য়াল আয়োজনেও সমস্যা হচ্ছে। এমন প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কলকাতায় পুজো করতে বাধা দেওয়া হয় বলে এর আগে একাধিকবার অভিযোগ তুলেছে পদ্মশিবির। যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে রাজ্যের শাসক দল। তবে এবার কলকাতার পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

[আরও পড়ুন: ‘একটাও বিজেপির ডাকাতের বাড়িতে তল্লাশি হয়েছে?’, জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানায় ক্ষুব্ধ মমতা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement