রাজকুমার, আলিপুরদুয়ার: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রাপ্য আদায় করতে দিল্লিতে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার আর হুমকি নয়। কেন্দ্র টাকা না দিলে নিজের মতো করে বুঝে নেওয়ার পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। কেন্দ্রের কাছ থেকে বকেয়া ভিক্ষা চাইবেন না বলে আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠের সভা থেকে সাফ জানালেন তিনি।
মুর্শিদাবাদের পর আলিপুরদুয়ার। আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে আরও একবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন তিনি। কেন্দ্র টাকা না দিলে নিজের মতো করে বুঝে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি। ১০০ দিনে যাদের দিয়ে কাজ করিয়েছো, তাদের টাকা দেবে না? রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছো। রাজ্য সরকার ট্যাক্স নেয় না। ট্যাক্স নেয় কেন্দ্র। তার থেকে ৬০ শতাংশ টাকা পাই। তাও দিচ্ছে না। শাড়ির দোকানে গেলে জিএসটি দিতে হয়। এবার তো নকুলদানা কিনতেও ট্যাক্স দিতে হবে। কেন্দ্র না দিলে আমরা আমাদেরটা বুঝে নেব। আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে করার লোক নই।”
[আরও পড়ুন: দুর্ঘটনা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? তৃণমূল কার্যালয়ে অগ্নিকাণ্ডে তুঙ্গে শাসক-বিরোধী তরজা]
কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “গ্রামীণ রাস্তার টাকা তুলে নিয়ে যাচ্ছে। করছে না। নদীভাঙন রুখতে টাকা দিচ্ছে না। বন্যা হলে টাকা দেয় না।” অন্যান্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের সুবিধায় রাজ্য সরকার একাধিক প্রকল্পের বন্দোবস্ত করেছে বলেই জানান মুখ্যমন্ত্রী। অথচ কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেওয়াও বন্ধ করে দিয়েছে বলেই অভিযোগ মমতার। পড়ুয়া ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করে মমতা বলেন, “আপনার চিন্তা করবেন না। পাহারাদার হিসাবে থাকি সবসময়। ওবিসি স্কলারশিপ আমরাই দেব। তোমাদের দেওয়ার প্রয়োজন নেই।”
এর আগে মুর্শিদাবাদের প্রশাসনিক সভামঞ্চ থেকেও কেন্দ্রকে তোপ দেগেছিলেন মমতা। বঞ্চনার অভিযোগে এদিনও সরব হলেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে আক্রমণের ঝাঁজ যে ক্রমশ বাড়ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।