সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মুর্শিদাবাদের সাগরদিঘিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আরও একবার সরব হলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকে ‘দিল্লির লাড্ডু’ বলে কটাক্ষ করে হুঙ্কার মমতার।
একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র। এই অভিযোগ তুলে মমতা আরও একবার সরব হন। রাজ্যের শাসকদল তৃণমূল প্রতিবাদ করে বলেই টাকা আটকে দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তাঁর। মমতা (WB CM Mamata Banerjee) বলেন, “কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার টাকাও দিচ্ছে না। আমাদের এখান থেকে কর তুলে নিয়ে যায়। কেউ যদি মনে করে থাকে এটা বিজেপির জমিদারি, নিজস্ব তহবিল তাহলে ভুল করছেন। মানুষের টাকা মেরে, বাংলাকে ভাতে মেরে, এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না। রাম, বাম, শ্যাম এক হয়েছো। আমাকে ভাতে মারতে গিয়ে শ্রমিক, কৃষকদের ভাতে মারছো। লজ্জা করে না। ক্ষমতা দেখাচ্ছো? আজ ক্ষমতা আছে বলে হিরো। কাল ক্ষমতা থাকবে না বিগ জিরো।”
[আরও পড়ুন: ‘জাকির তৃণমূল করে বলে এই অবস্থা’, বিধায়কের বাড়িতে আয়কর হানায় সরব মমতা]
বিজেপি নেতাদের বিরুদ্ধে আরও একবার ষড়যন্ত্র করার অভিযোগে সরব হন মমতা। তাঁর কথায়, “দিল্লির লাড্ডুরা রয়্যাল বেঙ্গল টাইগারদের কী আটকানো যায়? মাঝে মধ্যে খাঁচায় ধরে রেখে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যদি বিপ্লব করে? কুৎসা, অপপ্রচার, দাঙ্গার চক্রান্তকে নস্যাৎ করে দেয়?” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “দিল্লি, গুজরাটে মেরে দিচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল যায় না। আর এখানে বিজেপির বিরুদ্ধে কিছু বলুন। বিজেপিকে উইপোকাতে কামড়াক কিংবা বাড়িতে জোনাকি ঢুকে পড়লেও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে।
কেন্দ্রকে আক্রমণের পাশাপাশি দলীয় কর্মীদেরও সততার পাঠ দেন মমতা। তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “কারও কুকথায় কান দিও না। লোভ করবেন না। এক-দু’জন খারাপ হতে পারে সবাই নয়। মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। কারও কাছে কিছু নিলে ফেরত দিয়ে দিন।”