shono
Advertisement
Mamata Banerjee

'আমার সঙ্গে সন্ত্রাস-যোগ! এর চেয়ে মৃত্যু ভালো, প্রমাণ হলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব', শুভেন্দুকে তোপ মমতার

বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও বিধানসভায় দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 03:44 PM Feb 18, 2025Updated: 04:32 PM Feb 18, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ এবং তা বয়কট করে বিজেপির বাইরে ধরনায় বসা ঘিরে মঙ্গলবার বিধানসভা উত্তপ্ত হয়ে উঠবে, তা কিছুটা প্রত্যাশিত ছিল। হলও তাই। বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দ যেন অগ্নিবাণ, যা ধেয়ে গেল বাইরে ধরনায় বসে থাকা বিজেপি বিধায়কদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের ঘনঘন অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারীরা। 'মুসলমানের সরকার' বলেও কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ তুলতেও পিছপা হননি তাঁরা। মঙ্গলবারের ভাষণে সেই সব জবাব দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, ''আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লিগ করি। আমায় এসব শুনতে হবে এখন? জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক? আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর মুসলিম লিগ করি। এই বয়সে এসে শুনতে হচ্ছে? এর চেয়ে তো মৃত্যু ভালো।'' এরপর চ্যালেঞ্জের সুরে তিনি বললেন, ''আপনি যদি প্রমাণ করতে পারেন তবে আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে চলে যাব। আর এই কথা প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়ে জানাব।''

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেপ্তার হয়েছে অনেকে। তাদের সঙ্গে এবিটি কিংবা আইএস যোগের প্রাথমিক প্রমাণও মিলেছে। সেসব ঘটনা তুলে ধরে বারবার বিরোধীরা অভিযোগ তুলেছেন, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নাকি তাদের আশ্রয় দিয়েছেন। আর সেখানেই উঠেছে সন্ত্রাসবাদী যোগের অভিযোগ। এবার সেই 'অপপ্রচার' নিয়ে একেবারে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ''আমায় মুসলিম লিগ বলছেন? আপনারা তো নির্বাচনের সময় সাহায্য নেন মুসলিম লিগেরই। বেলুন ফাঁস করব? বাজে কথা বললে জনগণ থোতা মুখ ভোঁতা করে দেবে।'' মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ''ওরা যে আমায় গালি দিয়ে যাচ্ছে, অপেক্ষা করুন প্রত্যুত্তরের জন্য।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা-সন্ত্রাসবাদী যোগ নিয়ে বিরোধী অভিযোগের পালটা কড়া জবাব।
  • 'সন্ত্রাসবাদীদের সঙ্গে আমার যোগ আছে প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব।'
  • বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুকে পালটা চ্যালেঞ্জ মমতার।
Advertisement