shono
Advertisement

Breaking News

ধর্মের নামে অধর্ম চলছে, গণপিটুনির ঘটনায় নাম না করে বিজেপিকে তোপ মমতার

গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর৷ The post ধর্মের নামে অধর্ম চলছে, গণপিটুনির ঘটনায় নাম না করে বিজেপিকে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Jul 23, 2018Updated: 05:42 PM Jul 24, 2018

তরুণকান্তি দাস:  ২১ জুলাইয়ে শহিদ দিবসের মঞ্চ থেকে গণপিটুনি ইস্যুতে সরব হয়েছিলেন তিনি৷ দায়ী করেছিলেন বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে৷ তারপর দুদিন আগে রাজস্থানের আলওয়ারের গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার নাম না করে বিজেপিকেই দায়ী করলেন তিনি৷

Advertisement

[মেডিক্যালে দাবি মানল কর্তৃপক্ষ, অনশন প্রত্যাহার পড়ুয়াদের]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে বলেন, ‘‘আমাদের ধর্ম আমরা সবাইকে নিয়ে চলি৷ আমাদের গণতন্ত্রের একটি কাঠামো আছে৷ গণতান্ত্রিক লড়াই না করে, ধর্মের রাজনীতি কেন করছি? দেশজুড়ে ধর্মের নামে অধর্ম হচ্ছে৷ এভাবে ধর্মের নামে বদনাম করা হচ্ছে৷’’ দেশজুড়ে ঘটে চলা গণপিটুনির ঘটনার নেপথ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এভাবে দেশের সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ নাম না করে বিজেপিকে এদিন কড়া আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷

[মেডিক্যাল কাণ্ডের জের, পদ খোয়ালেন স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা]

[মোদির জনপ্রিয়তার কমাতেই গণপিটুনির ঘটনা, বিস্ফোরক মন্ত্রী]

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজস্থানের আলওয়ারে আকবর খান ওরফে রাখবর নামে এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন৷ তাঁর সঙ্গে ছিলেন আরও একজন৷ কিন্তু রাস্তার মাঝেই পাশের গ্রামের বাসিন্দারা তাঁদের পথ আটকায়৷ অভিযোগ, গ্রামেরই ৬-৭ জন বাসিন্দা ঘিরে ধরে তাঁদের৷ গরু পাচারকারী সন্দেহে শুরু হয় ব্যাপক মারধর৷ মারের চোটে রাস্তাতেই লুটিয়ে পড়েন আকবর ও তাঁর সঙ্গী৷ অভিযোগ,  পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বেশ কিছুটা দেরিতে৷ আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় রাখবরকে ফেলে রেখে চা বিরতিও নেয়৷ তারপর ধীরে সুস্থে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাখবরকে৷ তবে শেষরক্ষা হয়নি৷ পরিবারের দাবি, আরও আগে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে বাঁচানো সম্ভব হত তাঁকে৷ এই ঘটনায় ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ সাসপেন্ড করা হয়েছে এক পুলিশ আধিকারিককেও৷

The post ধর্মের নামে অধর্ম চলছে, গণপিটুনির ঘটনায় নাম না করে বিজেপিকে তোপ মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement