shono
Advertisement

‘আমাকে খুনের চেষ্টা করলে গোল্লা পাবে’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

'কমিশন কি চালাচ্ছেন অমিত শাহ'? প্রশ্ন ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো।
Posted: 01:21 PM Mar 16, 2021Updated: 02:17 PM Mar 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একুশের নির্বাচনী (WB Assembly Election) প্রচারে ফের জেলা সফরে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এবার তাঁর সফর ব্যতিক্রম একটাই কারণে। জখম পা নিয়ে, হুইলচেয়ার বসেই এবার জনসভা করছেন মমতা। সোমবার পুরুলিয়ায় দু’টি জনসভার পর মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় মঞ্চে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। বিজেপি বিরোধী লড়াইয়ে দলীয় কর্মী, সমর্থকদের চাঙ্গা করে তুলছেন ভোকাল টনিকে। মেজিয়ার সভায় কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে নিন একঝলকে –

Advertisement

  • আমি রোজ ২৫-৩০ কিলোমিটার হাঁটি। এখন হাঁটতে পারছি না। পায়ে যন্ত্রণা আছে। কিন্তূু যন্ত্রণা নিয়ে আমি ঘরে বসে থাকলে বিজেপি জনতাকে আরও যন্ত্রণা দেবে। তাই এই অবস্থায় আমি বেরিয়েছি। 
  • বিজেপি ঝাঁপিয়ে পড়েছে বাংলা দখলে। কিন্তু আমফান, করোনার সংকটকালে এদের কাউকে দেখা যায়নি। এখন ভোটের মুখে বাংলায় আসছে বারবার। 
  • নির্বাচনের মুখে কেন সরকারি অফিসারদের হেনস্তা করা হচ্ছে? এ নিয়ে কমিশনকে প্রশ্ন করতে চাই। কার নির্দেশে কমিশন চলছে?  অমিত শাহ চালাচ্ছেন না তো? উনি কলকাতায় বসে চক্রান্ত করছেন। 

[আরও পড়ুন: প্রার্থী পছন্দ নয়, প্রচারে ‘না’ অনুব্রতর, দুবরাজপুরে তৃণমূলের সৈনিক বদলের সম্ভাবনা তুঙ্গে]

  • নন্দীগ্রাম আন্দোলনকারীদের এখন কেন নোটিস পাঠানো হচ্ছে? 
  • বিজেপি গায়ের জোরে বাংলা দখলের চেষ্টা করছে। কিন্তু তাতে লাভ হবে না। বহিরাগতদের দিয়ে ভোট করানো যাবে না। 
  • আমরা সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়কে ভালবাসি। আমার ভাইয়ের বউ তো তফসিলি। আমি তাকে খুব ভালবাসি। কেন ভেদাভেদ হবে মানুষে-মানুষে? 
  • মানুষের বিপদে কখনও সাহায্য করে না বিজেপি। অথচ ভোটের সময় টাকা ঘুষ দেয়। শুধু ভোট কেনার চেষ্টা। জেনে রাখুন, এভাবে ভোট কেনা যায় না। 
  • বিজেপি নেতাদের সভায় লোক হচ্ছে না। তার দোষ কি আমার? তোমাদের কেউ পছন্দ করে না। তোমরা কৃষকদের বিপদ ডেকে আনো, মানুষকে সর্বনাশের মুখে ফেলো। 
  • আমাকে খুনের চেষ্টা করলেই কি সব হবে? আরও গোল্লা পাবে। খেলা হবে। 
  • আমি এক পায়ে খেলতে পারব না হয়ত। কিন্তু মা-বোনেদের দুটো করে পা, তাঁদের পায়ে খেলব।

[আরও পড়ুন: নদীর ধারে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, ভোটের আগে ফের উত্তপ্ত বীরভূম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার