shono
Advertisement

Mamata Banerjee: সেনায় যোগ দিতে চেয়েছিলেন মমতা, ছেলেবেলার ইচ্ছের কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী

জরুরি অবতরণের পর সেনা জওয়ানরা তাঁর খুব খেয়াল রেখেছেন বলেই জানিয়েছেন মমতা।
Posted: 11:37 PM Jun 27, 2023Updated: 01:21 PM Jun 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেবেলা থেকে সেনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সেবক এয়ারবেসে দাঁড়িয়ে একথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী। সেনা ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আমি আর্মি ম্যান হতে খুব পছন্দ করতাম। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সেনাতে যোগ দেব। কিন্তু সেই সময় সুযোগ পাইনি।” এদিন তাঁদের সঙ্গে দেখা করে স্বাভাবিকভাবেই আপ্লুত মুখ্যমন্ত্রী।

Advertisement

মঙ্গলবার জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে বাগডোগরা হয়ে কলকাতা ফেরার কথা ছিল মমতার। কিন্তু বাগডোগরা পৌঁছনোর আগেই দুর্যোগের কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে দিক বদল করেন হেলিকপ্টারের পাইলট। এরপর সেবকের এয়ার বেসে জরুরি অবতরণ করা হয়। এর জেরে মুখ্যমন্ত্রীর পা ও কোমরের লিগামেন্টে চোট লেগেছে। তবে সেবকে জরুরি অবতরণের পর সেনা জওয়ানরা তাঁর খুব ভাল খেয়াল রেখেছিল বলেই জানিয়েছেন মমতা। দু’পাশে ভারতীয় সেনা পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, “আজ আমাদের বিমান এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল। তারপর আর্মি আমার পুরো খেয়াল রেখেছে। আমি এটা কোনওভাবেই ভুলব না।”

[আরও পড়ুন: হাই কোর্টে ধাক্কা রাজ্যের, রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধই, জানালেন বিচারপতি]

এরপরই ছোটবেলার স্বপ্নের কথা জানান তিনি। তবে সেই আক্ষেপ এদিন কিছুটা লাঘব হল বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “এবার আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ অন্তত মিলল। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের পরিবারকে আমার অভিনন্দন জানাবেন।”

 

দেশের জন্য সেনার অবদানকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “সেনাকে আমাক অভিনন্দন। অফিসার থেকে জওয়ান, সকলকে আমার অভিনন্দন। কারণ ওঁরা ওঁদের জীবন মাতৃভূমির জন্য উৎসর্গ করেছেন।” জওয়ানদের পরিবারকে স্যালুট জানান মমতা। তিনি বলেন, “পরিবারের জন্য় সময় দিতে পারেন না। আপনাদের মাতৃভূমিই আপনাদের পরিবার। স্যালুট জানাচ্ছি আপনাদের ও আপনাদের পরিবারকে।”

[আরও পড়ুন: পড়ুয়াদের বিক্ষোভের মুখে পিছু হটল কর্তৃপক্ষ, CCTV শুধু নিরাপত্তার স্বার্থে, জানাল প্রেসিডেন্সি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার