shono
Advertisement

‘পিএম নরেন্দ্র মোদি’র পর ‘বাঘিনী’, ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা কমিশনের

কী প্রতিক্রিয়া প্রযোজকের? The post ‘পিএম নরেন্দ্র মোদি’র পর ‘বাঘিনী’, ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:40 PM May 02, 2019Updated: 08:40 PM May 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পিএম নরেন্দ্র মোদি’র পর এবার ‘বাঘিনী’৷ ফের ছবি মুক্তি নিয়ে মাথাচাড়া দিল বিতর্ক৷ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আগামী ১৯ মে-র আগে মুক্তি পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক৷ এই সিদ্ধান্তে রীতিমতো বিরক্ত প্রযোজক পিংকি পাল৷ তবে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত টিম ‘বাঘিনী’ মানবে বলেই জানিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: ছবি এঁকে প্রাপ্তি সত্যজিতের সই, পরিচালকের জন্মদিনে স্মৃতিমেদুর অনীক]

নাম শুনে যদিও ‘বাঘিনী’র বিষয়বস্তু বোঝা খুব একটা সোজা নয়৷ তবে ট্রেলারে স্পষ্ট কার কথা ভেবে ছবি তৈরি করেছেন নির্মাতারা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠা পর্যন্ত নানা ঘটনাই দেখানো হয়েছে ‘বাঘিনী’র ট্রেলারে৷ তাতে রয়েছে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো সাড়া জাগানো আন্দোলন৷ আবার তেমনই দেখানো হয়েছে মমতার মহাকরণের সামনে আক্রান্ত হওয়ার ঘটনাও৷ ট্রেলার মুক্তির পর এই ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বলেই দাবি করে বিরোধী বিজেপি এবং সিপিএম নেতৃত্ব৷ ছবির ট্রেলারে যাই দেখানো হোক না কেন, ‘বাঘিনী’কে মুখ্যমন্ত্রীর বায়োপিক বলে মানতে নারাজ নির্মাতারা৷ বাধ্য হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিরোধীরা৷ সমস্ত দিক খতিয়ে দেখে ছবির ট্রেলারের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন৷

[ আরও পড়ুন: অ্যাকশন-রোমাঞ্চে ভরপুর ‘ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড’ ট্রেলার, অনন্য অর্জুন]

ট্রেলার নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তড়িঘড়ি ছবি মুক্তির সিদ্ধান্ত নেয় টিম ‘বাঘিনী৷ তবে সেই সিদ্ধান্তেও জল ঢালল নির্বাচন কমিশন৷ আপাতত ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি সম্ভব নয় বলেই চিঠি দিয়ে প্রযোজক পিংকি পালকে জানাল কমিশন৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে মোটেও ভাল চোখে দেখছেন না প্রযোজক৷ তাঁর দাবি, ছবিটি মোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়৷ তা সত্ত্বেও কমিশনের সিদ্ধান্ত তিনি পালন করবেন বলেও জানিয়েছেন পিংকি৷ উল্লেখ্য,  নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এখনও মুক্তি পায়নি ‘পিএম নরেন্দ্র মোদি’৷ সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ‘বাঘিনী’র ক্ষেত্রেও৷

The post ‘পিএম নরেন্দ্র মোদি’র পর ‘বাঘিনী’, ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement