shono
Advertisement

Breaking News

তামিলনাড়ুতেও দেওয়াল লিখন তৃণমূলের! ‘আম্মা’রূপে তুলে ধরা হল মমতাকে

এবার দাক্ষিণাত্যেও পা এরাজ্যের শাসকদলের!
Posted: 08:18 PM Jul 16, 2021Updated: 08:32 PM Jul 16, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার তামিলনাড়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে দেওয়াল লিখন। এরাজ্যের মুখ্যমন্ত্রীকে তুলে ধরা হয়েছে ‘আম্মা’রূপে। আসলে তামিলভূমের একটি দেওয়ালে মমতার ছবি-সহ ওই দেওয়াল লিখনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বঙ্গ রাজনীতির আঙিনা ছেড়ে এবার গোটা দেশের রাজনীতির ময়দানে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinomool Congress)। একুশের নির্বাচনে বিজেপির আগ্রাসন রুখে দিয়ে যেভাবে বাংলায় তৃণমূলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই সাফল্যকে হাতিয়ার করে দল হিসেবে সর্বভারতীয় স্তরে নিজেদের গুরুত্ব বাড়িয়ে নিতে চাইছে তৃণমূল। আর সেই লক্ষ্যে তাঁরা ব্যবহার করতে চায় একুশে জুলাইয়ের মঞ্চকে। ইতিমধ্যেই জানা গিয়েছে ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ভারচুয়ালি শোনানো হবে দিল্লিতে। ত্রিপুরা-পাঞ্জাব-সহ অন্য কয়েকটি রাজ্যেও তা শোনানোর পরিকল্পনা রয়েছে এরাজ্যের শাসক দলের। এবার দেখা গেল শুধু দিল্লি নয়, দক্ষিণের রাজনীতিতেও দেখা যাচ্ছে জোড়াফুল। জয়ললিতার (J. Jayalalithaa) ভূমি তামিলনাড়ুতে এবার দেখা গেল মমতার নামে দেওয়াল লিখন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ‘RSS-বিজেপিকে ভয় পেলে কংগ্রেসে থাকার দরকার নেই’, দলে ‘শুদ্ধিকরণ’ চান Rahul]

ওই দেওয়াল লিখনে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি। পাশে লেখা ‘মমতা আম্মা’। মূলত একুশে জুলাইয়ের প্রচারই ওই দেওয়ালে করা হয়েছে। আসলে, বিধানসভায় বিরাট জয়ের পর এ বছর ২১শে জুলাই তৃণমূলের (TMC) শহিদ দিবসের অনুষ্ঠানকে জাতীয় স্তরে তুলে ধরার পরিকল্পনা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। সেই লক্ষ্যেই তামিলভূমে এই প্রচার বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে তামিলনাড়ুতে মমতাকে তুলে ধরা হয়েছে ‘আম্মা’ হিসেবে। তামিল রাজনীতিতে ‘আম্মা’ কথাটার বাড়তি গুরুত্ব আছে। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাও ‘আম্মা’ নামেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর পর সেই ‘আম্মা’র শূন্যস্থান আর পূরণ হয়নি। জয়ললিতার দলও হেরে গিয়েছে। প্রশ্ন উঠছে ‘আম্মা’র শূন্যস্থান দখলের লক্ষ্যেই কি নামছে এরাজ্যের শাসকদল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement