shono
Advertisement

হাসপাতালের নিরাপত্তা বাড়াতে তৎপর প্রশাসন, নোডাল অফিসার হলেন ডিসি নবিন্দর সিং

নোডাল অফিসার হিসাবে স্বাস্থ্য দপ্তর, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন তিনি৷ The post হাসপাতালের নিরাপত্তা বাড়াতে তৎপর প্রশাসন, নোডাল অফিসার হলেন ডিসি নবিন্দর সিং appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Jun 18, 2019Updated: 04:32 PM Jun 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য নোডাল অফিসার নিযুক্ত হলেন কলকাতা পুলিশের ডিসি কমব্যাট নবিন্দর সিং৷ মঙ্গলবার লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন নগরপাল অনুজ শর্মা৷ সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর৷

Advertisement

[ আরও পড়ুন: মুখ্যমন্ত্রী ‘ম্যাজিকে’ মুগ্ধ দেব, মমতার প্রশংসা করে টুইট অভিনেতার]

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী শহরের হাসপাতালগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের এই আইপিএস অফিসার৷ নোডাল অফিসার হিসাবে ওই আইপিএস কর্তা স্বাস্থ্য দপ্তর, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখবেন তিনি৷ এবং নিরাপত্তার দিকগুলি দেখভাল করবেন। সূত্রের খবর, এছাড়াও বৈঠকে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ হাসপাতালগুলিতে হেল্পলাইন চালুর জন্য তৎপর হয়েছে কলকাতা পুলিশ৷ এবং সেই হেল্পলাইন নম্বরের জন্য ইতিমধ্যে টেলিকম সংস্থা বিএসএনএল-এর কাছে অনুরোধ করা হয়েছে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাসপাতালগুলিতে আরও সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে৷ যার নজরদারি চলবে সরাসরি ডিসির দপ্তর থেকে৷ অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ ই-মেল আইডি তৈরি করবে কলকাতা পুলিশ৷

[ আরও পড়ুন: ‘চোরদের দলে রাখব না’, কাউন্সিলরদের বৈঠকে ফের চূড়ান্ত হুঁশিয়ারি মমতার ]

উল্লেখ্য, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী-ডাক্তারদের জরুরি বৈঠকের পরই ওইদিনই লালবাজারে ফিরে আসেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ অন্যান্য পুলিশকর্তারা। লালবাজারে ফিরে এসেই তাঁরা হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে ফের জরুরি বৈঠকে বসেন। কলকাতার পুলিশ কমিশনার ছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (সদর) জাভেদ শামিম, অতিরিক্ত নগরপাল (ট্রাফিক) সুপ্রতিম সরকার, যুগ্ম নগরপাল (অপরাধ দমন) প্রবীণ ত্রিপাঠী-সহ অন্যান্য আইপিএস কর্তারা।

[ আরও পড়ুন: রবীন্দ্রভারতীতে বর্ণবিদ্বেষের শিকার অধ্যাপিকা, ইস্তফা বিভাগীয় প্রধানদের ]

জানা গিয়েছে, ডিসি পদমর্যাদার নোডাল অফিসারের পাশাপাশি হাসপাতালগুলির সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত আউটপোস্টেও বড়সড় রদবদল করা হবে। এতদিন পর্যন্ত ওই আউটপোস্টগুলির দায়িত্ব থাকতেন ওসিরা। এবার ওসিদের পরিবর্তে আউটপোস্টের দায়িত্বে থাকবেন অতিরিক্ত কমিশনার পদমর্যাদার অফিসাররা। হাসপাতালগুলিতে সিসিটিভির ব্যবস্থা আরও ভাল করার চেষ্টা চালাচ্ছেন লালবাজারের পুলিশ কর্তারা। হাসপাতালের এই সিসিটিভির লিংক থাকবে আউটপোস্ট ও সংশ্লিষ্ট থানাগুলিতে। 

The post হাসপাতালের নিরাপত্তা বাড়াতে তৎপর প্রশাসন, নোডাল অফিসার হলেন ডিসি নবিন্দর সিং appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement