সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঈশ্বর আদেশ দিয়েছেন। আর সেই আদেশ পালন করতেই আমেরিকার একটি চার্চে বন্দুক হাতে ঢুকে পড়ে এক যুবক। যাজককে লক্ষ্য করে গুলি করার চেষ্টাও করে সে! কিন্তু গুলি চালাতে ব্যর্থ হয়। অল্পের জন্য রক্ষা পান সেই যাজক। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।
সিএনএন সূত্রে খবর, এই চাঞ্চল্যকর ঘটনা আমেরিকার পেনসিলভেনিয়ার। সেখানকার একটি চার্চে প্রার্থনা চলছিল। স্টেজে ছিলেন যাজক গ্লেন জার্মানি। তখনই বার্নার্ড জে পোলাইট নামে বছর ছাব্বিশের এক যুবক বন্দুক হাতে ঢোকে। এমনকি ওই যাজকের দিকে তাকিয়ে সে হাসেও। তার পরই যাজক গ্লেনের দিকে বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করে বার্নার্ড। তবে কোনও কারণে বন্দুক থেকে গুলি বেরোয়নি। ফলে পরিকল্পনা ব্যর্থ হয় ওই যুবকের। এদিকে বন্দুক তাক করতে দেখেই সরে যান যাজক গ্লেনও।
[আরও পড়ুন: ইজরায়েলকে আর অস্ত্র সরবরাহ নয়, নিরীহ প্যালেস্তিনীয়দের বাঁচাতে পদক্ষেপ আমেরিকার!]
এদিকে, ফের একবার গুলি চালানোর চেষ্টা করলে বার্নার্ডকে ধরে ফেলেন চার্চের লোকজন। পুলিশ আসার আগে পর্যন্ত বার্নার্ডকে আটকে রাখেন তাঁরা। তার পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গিয়েছে, তদন্তে ওই যুবক পুলিশকে বলেছে, ঈশ্বর নাকি তাকে এই কাজ করার আদেশ দিয়েছেন। তাই সে এই কাণ্ড ঘটিয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।