মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পুলিশের হেফাজতে যুবকের রহস্যমৃত্যু। আর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল হাওড়ার পাঁচলায়। মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। এমনকী, তাদের গাড়িতেও ভাঙচুর চালায়।
পাঁচলার জয়নগরে যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার। স্থানীয় সূত্রের খবর, একটি পুরানো মামলায় গত মঙ্গলবার রাতে জয়নগর সর্দার পাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারকে (২৬) গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ। এরপরেই শুক্রবার রাতে সোমনাথের পরিবার জানতে পারে, তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পুলিশের উপস্থিতিতে হাওড়া জেলা হাসপাতালে তাঁর দেহ শনাক্ত করতে গিয়ে পরিবারের লোক জানতে পারে সোমনাথের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, প্রাণহানির কারণ সেরিব্রাল অ্যাটাক, দাবি পুরসভার]
কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও তা স্পষ্ট নয়। পরিবারের লোকের অভিযোগ, পুলিশ মারধর করায় সোমনাথের মৃত্যু হয়েছে। তাঁর মুখে আঘাতের চিহ্ন আছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর প্রতিবাদে শনিবার সকাল ন’টা নাগাদ জয়নগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ গিয়ে অবরোধ তোলে।