shono
Advertisement

ছিঃ! গর্ভবতী ছাগলকে রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার যুবক

এই কাজে তার সঙ্গে আরও দু'জন ছিল বলে অভিযোগ।
Posted: 03:54 PM Mar 31, 2022Updated: 03:54 PM Mar 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে একটি গর্ভবতী ছাগলকে (Goat) ধর্ষণ (Rape) ও খুন করার অভিযোগ উঠল তামিলনাড়ুর এক ব্যক্তির বিরুদ্ধে। কেরলের (Kerala) একটি হোটেলে কাজ করত সে। অভিযোগ, মঙ্গলবার রাতে ওই ঘৃণ্য কাজ করেছে সে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কী করে সে এমন কাজ করতে পারে ভেবে পাচ্ছেন না তাঁর পরিচিতরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

ঠিক কী হয়েছিল? হোটেল মালিক জানিয়েছেন, তিনি ও হোটেলের অন্য কর্মীরা মঙ্গলবার রাত ১১টা নাগাদ আচমকাই জেগে ওঠেন ছাগলটির আর্তনাদ শুনে। তাঁর দ্রুত সেই আওয়াজ অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ছাগলটি তার খাঁচার বাইরে পড়ে রয়েছে। জায়গাটি ভেসে যাচ্ছে রক্তস্রোতে। সেই সময়ই চোখে পড়ে কেউ একজন সেখান থেকে পালাতে চাইছে। পরে সেই পলাতককে চিহ্নিত করা হয়। জানা যায়, সে এই হোটেলেরই কর্মী। নাম সেন্থিল। গত বছর দুয়েক ধরে সে কাজ করত এই হোটেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

[আরও পড়ুন: ‘আবার আসবেন’, রাজ্যসভার ৭২ সাংসদের বিদায় সংবর্ধনায় আবেগপ্রবণ মোদি]

ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে সেন্থিলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পশুদের প্রতি নিষ্ঠুরতা সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে হোটেল মালিক ও অন্যান্যদের অভিযোগ, এই ঘটনায় কেবল সেন্থিল নয়, আরও দু’জন জড়িত। তবুও কেবল ওই ব্যক্তিকেই জড়ানো হচ্ছে।

তদন্তকারী এক পুলিশ অফিসার জানিয়েছেন, ওই ছাগলটির ময়নাতদন্ত করা হয়েছে। যে পশু চিকিৎসক ময়নাতদন্ত করেছেন, তিনি তাঁর রিপোর্টে জানিয়েছেন ছাগলটির সঙ্গে যে অস্বাভাবিক যৌনতা হয়েছিল তার প্রমাণ মিলেছে। তবে ঠিক কী কারণে ছাগলটির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: দলিত নির্যাতনে শীর্ষে যোগীরাজ্যই, সংসদে জানাল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement