shono
Advertisement
Rampurhat

চুরি করতে গিয়ে ঝলসে গেল শরীর! রামপুরহাট বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে মর্মান্তিক ঘটনা

মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 07:43 PM Mar 02, 2025Updated: 07:43 PM Mar 02, 2025

নন্দন দত্ত, সিউড়ি: চুরি করতে ঢুকেছিলেন বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনের ভিতরে। আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃতদেহ অফিসের ভিতর থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মুনশোবা মোড়ে সাব স্টেশনের ভেতরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ওই মৃত ব্যক্তির পরিচয় রবিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।

Advertisement

পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের থেকে জানা গিয়েছে, রামপুরহাট সাব স্টেশনে শনিবার রাতে কয়েকজন ব্যক্তি ঢুকেছিলেন। চুরি করার জন্যই তাঁরা সেখানে গিয়েছিলেন বলে অনুমান। স্টেশনের ভেতরে থাকা আইসোলেট চুরি করতে শুরু করেছিলেন তাঁরা। সেসময় তাঁদের একজন অসাবধানবশত বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন। গভীর রাতে ওই ঘটনায় সজাগ হয়ে যান স্টেশনে কর্মরত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

তাঁরা সেখানে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই তারে অনেক বেশি মাত্রায় বিদ্যুৎ থাকায় মৃতের শরীর ঝলসে কালো হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে ফেলেই অন্য সঙ্গীরা সেখান থেকে পালিয়েছেন বলে খবর। রামপুরহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিনই মৃতের ময়নাতদন্ত হয়েছে বলে খবর।

কিন্তু মৃতের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। অন্যান্য দুষ্কৃতীদের খোঁজও চলছে। ওই সাব স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হছে। ঘটনার আকস্মিকতায় হতবাক বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চুরি করতে ঢুকেছিলেন বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনের ভিতরে।
  • আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি।
  • ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মুনশোবা মোড়ে সাব স্টেশনের ভেতরে।
Advertisement