সুব্রত বিশ্বাস: ফের ট্রেনের ছাদে চড়ে মৃত্যু হল এক যুবকের। দিন কয়েক আগে শিয়ালদহ স্টেশনে একই ভাবে ট্রেনের ছাদে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক ব্যক্তি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। মঙ্গলবার রাত দুটো নাগাদ ব্যান্ডেল ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকালের ছাদে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর। ফাঁকা স্টেশনে যাঁরা ছিলেন, তাঁরা দৌড় ঝাঁপ শুরু করেন।
আরপিএফ কর্মীরা এসে দেখতে পান ছাদের উপর এক যুবক দাউদাউ করে জ্বলছেন। এর পরই বিদ্যুৎ সংযোগ কেটে ঝলসে যাওয়া যুবককে নামিয়ে আনা হয়। ততক্ষণে তিনি মারা গিয়েছেন। স্বাভাবিক ভাবেই এহেন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরপিএফ সূত্রে খবর, বছর কুড়ির ওই যুবক মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। দেহটি রেল পুলিশের হাতে তুলে দেওয়ার পর ময়নাতদন্ত হয়।
[আরও পড়ুন: প্রথমে ৩৫, পরে ২৫, এখন ৩০, বাংলায় বিজেপির টার্গেট কত? বিভ্রান্ত শাহ নিজেই]
বারবার ট্রেনের ছাদে চড়ে যাচ্ছেন মানুষ জন। ২৫ হাজার ভোল্ট কারেন্টের ছোঁয়ায় মৃত্যু হয় তাঁদের। যাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যাত্রীরা। নজরদারির ফাঁক ফোকর রয়েছে বলে অভিযোগ তাঁদের। সূত্রের খবর, বিকৃত মস্তিস্কের মানুষজন অনেক সময় ছাদে চড়ে যায়। যার জেরে ঘটে বিপত্তি।
গত পয়লা এপ্রিল শিয়ালদহ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের উপর উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি! আর সঙ্গে সঙ্গে ঘটে যায় ভয়ানক ঘটনা। ২৫ হাজার ভোল্টের তার ছুঁয়ে বিকট শব্দে ঝলসে যায় তাঁর শরীর! এই ঘটনার পরও রেলের উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান যাত্রীরা। তা সত্ত্বেও বারবার এমন ঘটনা রোখা যাচ্ছে না।