অর্ণব আইচ: খাস কলকাতায় কর্মব্যস্ত দিনে একটি বহুতলের লিফ্ট ভেঙে পড়ে মৃত্যু হল এক লিফ্ট অপারেটরের। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বুধবার সকালে কলকাতার (Kolkata) শেক্সপিয়ার সরণির একটি কমার্সিয়াল বিল্ডিংয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রহিম খান। ওই বিল্ডিংয়ের লিফ্টটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। লিফ্ট অপারেটর রহিমের তত্ত্বাবধানেই কাজ করছিলেন কর্মীরা। ঠিক মতো কাজ হচ্ছে কি না, তা দেখতে লিফ্টের ফাঁকা অংশ দিয়ে মাথা গলিয়েছিলেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি।
[আরও পড়ুন: ৫ ছক্কা হাঁকানোর পর গুজরাট বোলার যশকে কী মেসেজ করেছিলেন? ফাঁস করলেন রিঙ্কু]
তৃতীয় তলা থেকে তার ছিঁড়ে সজোরে লিফ্ট এসে পড়ে একতলায়। আর তাতেই গলার অর্ধেক অংশ কেটে যায় ওই লিফ্ট অপারেটরের। বেরিয়ে আসে জিভ। পুলিশের তরফে জানানো হয়, মৃত্যু হয়েছে রহিমের। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হবে। তবে লিফ্টের নিচে দেহটি এমনভাবে আটকে গিয়েছে, যে তা উদ্ধার করতে বেশ বেগ পেতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বিল্ডিংয়ের বিভিন্ন অফিসের কর্মীদের মধ্যে।
অনেকেরই দাবি, দীর্ঘদিন ধরে লিফ্ট সমস্যা চলছে। ঠিকমতো রক্ষণাবেক্ষণও করা হয় না। এমনকী গোটা বিল্ডিংটিরও সঠিক রক্ষণাবেক্ষণ হয় না। বারবার বলেও লাভ হয়নি। মাঝেমধ্যেই লিফ্ট খারাপ হয়ে যায়। ফলে উপরের তলায় যেতে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয় কর্মচারীদের। কিন্তু মেরামতির কাজ শুরু হতেই ঘটল বিপত্তি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর সদস্যরা এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। কীভাবে লিফ্ট ছিঁড়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকেও।