সুবীর দাস, কল্যাণী: রেল লাইনের খুঁটিতে ধাক্কা খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। অভিযোগ, দুর্ঘটনার পর প্রায় ৬ ঘণ্টা রেললাইনের ধারে পড়েছিলেন তিনি। কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। এই ঘটনায় শোকের ছায়া হরিণঘাটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুকুমার বিশ্বাস (৪২)। হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী হালদার পাড়ার বাসিন্দা। কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি হোটেলে লেখালেখির কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতো গতকাল অর্থাৎ সোমবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মদনপুর থেকে ট্রেন ধরে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনে দরজার সামনেই দাঁড়িয়ে ছিলেন তিনি। কল্যাণী যাওয়ার সময় মাঝপথে রেললাইনের খুঁটিতে ধাক্কা খেয়ে পড়ে যান।
[আরও পড়ুন: ভরা মেট্রোয় মাখামাখি দুই রঙিন তরুণীর! বিতর্কিত রিল নিয়ে মুখ খুলল কর্তৃপক্ষ]
পরিবারের অভিযোগ, দুর্ঘটনাটি ঘটে সকাল ৯টা নাগাদ, দুপুর দুটো পর্যন্ত রেললাইনের ধারেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন সুকুমারবাবু। পরে খবর পেয়ে রেল প্রশাসন তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেও চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা যাওয়ার সন্ধ্যে ৬টা নাগাদ তাঁকে হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।