shono
Advertisement

শববাহী গাড়ি নেই, বাবার মৃতদেহ কাঁধে করে গ্রামে ফিরল ছেলে

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আবারও ওড়িশার চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন৷ The post শববাহী গাড়ি নেই, বাবার মৃতদেহ কাঁধে করে গ্রামে ফিরল ছেলে appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Dec 23, 2016Updated: 09:44 AM Dec 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশি পুরনো নয়৷ চলতি বছরেরই ঘটনা৷ স্ত্রীর দেহ গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে শববহনকারী গাড়ি জোগাড় করতে পারেননি ওড়িশার দানা মাঝি৷ আর তাই স্ত্রীর মৃতদেহ নিজের কাঁধে বহন করে হেঁটে গিয়েছিলেন ১২ কিলোমিটার পথ৷ এই ঘটনা এখনও মানুষের মন থেকে আবছা হয়ে যাওয়ার আগেই আবারও প্রায় একই ঘটনার সাক্ষী রইল ওড়িশার মানুষ৷ বাবার মৃতদেহ কাঁধে করে বহন করলেন যুবক৷ হাসপাতাল কর্তৃপক্ষ শববাহী গাড়ি জোগাড় করে না দিতে পারায় যুবককে বাবার মৃতদেহ কাঁধে করে বয়ে নিয়ে ফিরতে হল গ্রামে৷

Advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে আবারও ওড়িশার চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন৷

জানা গিয়েছে, গত মঙ্গলবার ওড়িশার কোঠাসহি গ্রামের বাসিন্দা শরৎ বারিক তাঁর জন্ডিসে আক্রান্ত বাবাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন৷ চিকিৎসা চলাকালীনই তাঁর বাবা রবি নারায়ণ বারিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ কিন্তু মৃত্যুর পর স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে জানানো হয়, মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে শববাহী গাড়ির ব্যবস্থা করা যাবে না৷ আর তাই পরিষেবার অভাবে বাবার মৃতদেহ কাঁধে করে বাড়ি নিয়ে যান শরৎ৷

পথে এক মোটরবাইক আরোহী তাঁকে মৃতদেহ বয়ে নিয়ে যেতে সাহায্য করেন৷ আর এতেই খানিক কষ্ট লাঘব হয় শরতের৷ গোটা বিষয়টি সম্পর্কে স্বাস্থ্য আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “স্বাস্থ্যকেন্দ্রে শববাহী গাড়ির ব্যবস্থা নেই৷”

The post শববাহী গাড়ি নেই, বাবার মৃতদেহ কাঁধে করে গ্রামে ফিরল ছেলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement