shono
Advertisement
Pune

বর্ষবরণের পার্টির আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম বিলি! কংগ্রেসের রোষানলে পুণের পাব

কন্ডোমের পাশাপাশি দেওয়া হয়েছে একটি ওআরএসের প্যাকেট।
Published By: Amit Kumar DasPosted: 10:41 AM Dec 31, 2024Updated: 10:41 AM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের পার্টির আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম বিলি! পুণের এক পানশালার এমন অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। ওই পানশালার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব মহারাষ্ট্রের কংগ্রেস দল। গোটা ঘটনায় পানশালার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশের তরফে।

Advertisement

৩১ ডিসেম্বরের রাত দেশের রেস্তোরাঁ, নাইটক্লাব ও পানশালাগুলি ভিড়ে ঠাসা থাকে। বিশেষ এই দিনে গ্রাহকদের বিনোদনের জন্য বাড়তি আয়োজন করেছিল মহারাষ্ট্রের পুণের এক পানশালা। উৎসবে যোগ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছিল তাদের তরফে। যেখানে আমন্ত্রণপত্রের পাশাপাশি ছিল একটি কন্ডোম এবং ওআরএসের প্যাকেট। এমন আমন্ত্রণপত্রের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই পানশালার বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের কাছে এই ঘটনায় পদক্ষেপের আর্জি জানানো হয়। কংগ্রেস নেতা অক্ষয় জৈন জানান, 'আমরা পানশালা বা নাইটলাইফের বিরুদ্ধে নই। কিন্তু এই ধরনের আমন্ত্রণপত্র আসলে যুবসমাজকে পানশালার প্রতি আকর্ষিত করার একটি ব্যবসায়িক চমক। অভিযুক্ত ওই পাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছি আমরা।

কংগ্রেসের তরফে অভিযোগ দায়ের করার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই পানশালার মালিকের দাবি, 'কন্ডোম বিলি করা কোনও অন্যায় হতে পারে না। এ তো সচেতনতার প্রচার।' সংস্থার তরফে জানানো হয়েছে, যুবসমাজকে সচেতন করতেই এমনটা করেছে তারা। যাতে দেশের যুবসমাজ সচেতনত, নিরাপদ যৌনজীবন ও দায়িত্বশীল হয়। সব মিলিয়ে বর্ষবরণের পার্টির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পুণের পানশালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের পার্টির আমন্ত্রণপত্রের সঙ্গে কন্ডোম বিলি!
  • পুণের এক পানশালার এমন অভিনব আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।
  • ওই পানশালার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব মহারাষ্ট্রের কংগ্রেস দল।
Advertisement