সুব্রত বিশ্বাস: চলন্ত ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার করা হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃত যুবক অসমের বাসিন্দা বলে জানিয়েছে রেল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছেন। কেন তিনি এই কাণ্ড ঘটালেন খতিয়ে দেখছে সাঁইথিয়া রেল পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। বেঙ্গালুরু থেকে গুয়াহাটিগামী ট্রেনের বাথরুমের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের পদবি কিসকু। বয়স আনুমানিক ২৬ বছর। অসমবাসী ওই যুবক বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন। চলন্ত ট্রেনের শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, এদিন ট্রেনটির এস ৬ কামরার একটি শৌচালয় দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যাত্রীদের সন্দেহ হয়। তাঁরা রেলকর্মীদের বিষয়টি জানান। ট্রেনটি রামপুরহাট স্টেশনে দাঁড় করিয়ে দরজা ভাঙে জিআরপি। এর পর দেখা যায়, গলায় ফাঁস দিয়ে যুবক ঝুলছেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যুবক আত্মহত্যা করেছেন। তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। তবে ট্রেনের শৌচালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। আগেও এরকম ঘটনা ঘটেছে।