সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে সিংহের শিকারে পরিণত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালি জেলার ছাতবীর চিড়িয়াখানায়। লায়ন সাফারির সময় দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১০ মিনিট ধরে ওই যুবকের দেহ ছিন্নভিন্ন করে দু’টি সিংহ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিড়িয়াখানায় ঘুরতে এসেছিল পর্যটকের একটি দল। তাদের সঙ্গেই এসেছিলেন ওই যুবক। লায়ন সাফারিতে গিয়েছিলেন তাঁরা। সাফারিতে ছিল ৪টি সিংহ। হঠাৎই ১২ ফিট দেওয়াল টপকে সিংহের কাছাকাছি চলে যান যুবক। দেওয়ালের উপরে তারের বেড়া ছিল। সেটাও টপকে ফেলেন তিনি। নিজেদের এলাকায় অযাচিত অতিথি পছন্দ করেনি সিংহরা। ওই যুবকের উপর নিমেষে হামলা চালায় ২ সিংহ। প্রায় ১০ মিনিট ধরে ওই যুবকের দেহ ছিন্নভিন্ন করে তারা। কিন্তু ১২ ফিটের ওই দেওয়াল ওই যুবক টপকালেন কী করে, তা এখনও বুঝে উঠতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
[ উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, নিকেশ ২ জেহাদি ]
জানা গিয়েছে, ওই যুবক একজন বাসচালক। তাঁর বয়স ২৫ বছর। লায়ন সাফারি পর্যটকদের নিয়ে এসেছিল সে। দুর্ঘটনার পরপরই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়। আপতত ওই চিড়িয়াখানায় লায়ন সাফারি বন্ধ রাখা হয়েছে। মহেন্দ্র জুলজিক্যাল পার্কের ছাতবীর চিড়িয়াখানা প্রায় ৫০৫ একর এলাকা নিয়ে অবস্থিত। ১০০টি প্রজাতীর প্রায় ১ হাজার ২০০টি প্রাণী রয়েছে এখানে।
মানুষের উপর বাঘ বা চিতার হামলার খবর প্রায়ই পাওয়া যায়। গতকালই গ্রেটার নয়ডায় একটি ছেলের উপর হামলা চালায় এক চিতা। প্রাণে বেঁচে গেলেও তাঁকে আপাতত হাসপাতালে ভরতি থাকতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লোকালয়ে ঢুকেই মানুষের উপর হামলা চালায় পশুগুলি। চিড়িয়াখানায় বাঘ বা সিংহের খাঁচায় ঢুকে পড়ার মতো ঘটনা সচরাচর ঘটে না। বেশ কয়েক বছর আগে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এমন একটি ঘটনা ঘটেছিল। সেবার বাঘের গলায় মালা পরাতে গিয়ে সেই বাঘেরই শিকারে পরিণত হয়েছিলেন এক যুবক। এবার পাঞ্জাবে ঘটল এমন ঘটনা।
[ প্লাস্টিককে বিদায় জানিয়ে মাটির ভাঁড়ের প্রত্যাবর্তন রেলযাত্রায় ]
The post চিড়িয়াখানার ভিতর যুবককে ছিন্নভিন্ন করল ২ সিংহ appeared first on Sangbad Pratidin.