shono
Advertisement

রেড রোডে বাজ পড়ে মৃত্যু যুবকের, গুরুতর আহত তরুণী

শহরে বাজ পড়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। The post রেড রোডে বাজ পড়ে মৃত্যু যুবকের, গুরুতর আহত তরুণী appeared first on Sangbad Pratidin.
Posted: 08:26 PM Jul 28, 2018Updated: 09:04 PM Jul 28, 2018

অর্ণব আইচ: শনিবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে নাজেহাল কলকাতার জনজীবন। আর সন্ধেয় বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি এক তরুণী।

Advertisement

এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে মহামেডান ক্লাবের কাছে রেড রোডে। বৃষ্টির মধ্যে ২০ বছরের মণীষা মল্লিক নামের তরুণীর সঙ্গে হাঁটছিলেন ২৫ বছরের অজয় মল্লিক নামের এক যুবক। তখনই বাজ পড়ে। সঙ্গে সঙ্গে অচেতন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুবক। গুরুতর জখম হন তরুণীও। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিতসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুতের ঝলকানিতে ঝলসে গিয়েছেন তরুণী। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আপাতত তিনি চিকিৎসাধীন। দুজনই ধাপার বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, এ বছরই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। এর আগেও রাজ্যের একাধিক এলাকায় বাজ পড়ে প্রাণ হারিয়েছেন মানুষ। এবার শহরে বাজ পড়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

[দমদম বিমানবন্দরে অভিনব কায়দায় গুঁড়ো সোনা পাচারের পর্দাফাঁস]

গত দু’দিন ধরেই নিম্নচাপের বৃষ্টি নাকানি চোবানি খাওয়াচ্ছে। এদিও বিক্ষিপ্ত প্রবল বর্ষণে মহানগর কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল ভিজেছে। আলিপুর হাওয়া অফিসের খবর, এই মুহূর্তে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের উপরেই বিস্তৃত একটি করে মৌসুমি অক্ষরেখা। উপরন্তু বাংলাদেশের আকাশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারেও। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে।

[প্রতারণার ফাঁদে মহিলা, চোখের পলকে অ্যাকাউন্ট থেকে গায়েব ৪০ হাজার টাকা]

The post রেড রোডে বাজ পড়ে মৃত্যু যুবকের, গুরুতর আহত তরুণী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement