shono
Advertisement

মদ কেনার টাকা দেয়নি কেন, মেজাজ হারিয়ে মাকেই খুন যুবকের!

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Posted: 01:11 PM Dec 25, 2023Updated: 01:33 PM Dec 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরসুমে খানা এবং পিনায় উদযাপন ইদানীংকার রেওয়াজ। সোমবার বড়দিন, সামনেই বর্ষবরণের উৎসব। এই আবহাওয়ায় সুরাপান করবেন বলে মায়ের কাছে টাকা চেয়েছিলেন যুবক। যদিও মা দিতে অস্বীকার করেন। তাতেই মেজাজ হারিয়ে মাকেই খুন করলেন ওই যুবক। গত শুক্রবার এমন ঘটনায় মহারাষ্ট্রের (Maharashtra) লাটুর জেলার সাতালা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মৃত মহিলার নাম সঙ্গীতা নাথরাও মুন্ডে (৪০)। ২৩ বছর বয়সি অভিযুক্তের নাম দানেশ্বর নাথরাও মুন্ডে। শুক্রবার উৎসব উদযাপনে মদ খাবেন বলে ঠিক করেন দানেশ্বর। এই কারণেই মায়ের কাছে টাকা চান তিনি। যদিও মা তা দিতে অস্বীকার করেন। এই নিয়ে বচসা শুরু হয়। এর পরেই মেজাজ হারিয়ে ঘরেই থাকা শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন দানেশ্বর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত সঙ্গীতা।

 

[আরও পড়ুন: ‘আসুন, যিশুর দেওয়া শিক্ষা স্মরণ করি,’ বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার]

এর পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান যুবক। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এর পর রবিবার দানেশ্বরকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। 

 

[আরও পড়ুন: দেশে করোনার অ্যাকটিভ কেস ৪ হাজার পার, ফের বাধ্যতামূলক মাস্ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement