shono
Advertisement
Sundarban

কাঁকড়া ধরতে যাওয়াই কাল! সুন্দরবনে বাঘের হামলায় নিখোঁজ ঝড়খালির বাসিন্দা

নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে তল্লাশি শুরু করেছেন বনদপ্তরের কর্মীরা।
Published By: Suhrid DasPosted: 02:30 PM Dec 15, 2024Updated: 03:02 PM Dec 15, 2024

দেবব্রত মণ্ডল, বারুইপুর: জীবন-জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে যান সুন্দরবন এলাকার বহু বাসিন্দা। আর তাতেই বিপদ ঘনিয়ে এল ঝড়খালির শ্রীপদ মিস্ত্রির জীবনে। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়লেন তিনি। সঙ্গীদের সামনে থেকে গভীর জঙ্গলে টেনে তাঁকে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার। শনিবার ওই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের হেড়োভাঙার জঙ্গলে। রবিবার নিখোঁজ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছেন বন দপ্তরের কর্মীরা।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে,  শনিবার দুই সঙ্গীর সঙ্গে সুন্দরবনের গভীর জঙ্গলে নদীর ধারে কাঁকড়া ধরতে গিয়েছিলেন শ্রীপদ মিস্ত্রি। তিনজনেরই বাড়ি ঝড়খালি চার নম্বর এলাকায়। হেড়োভাঙার জঙ্গলের নদীর ধারে তাঁরা নৌকা থামিয়ে কাঁকড়া ধরছিলেন। পিছনের জঙ্গলের দিকে তাঁদের খেয়াল ছিল না। আর সেই সুযোগে তাঁদের উপর আচমকাই একটি বাঘ হামলা চালায়। শ্রীপদকে তুলে নিয়ে বনের ভিতর চলে যায় রয়্যাল  বেঙ্গল টাইগারটি। সঙ্গীরা জানান, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে আঁচড়ে-কামড়ে ফালাফালা করতে থাকে বাঘ।

Advertisement

এদিকে বাঘের হামলার সময় প্রাণভয়ে দুই সঙ্গীও পালানোর চেষ্টা করতে গিয়ে কমবেশি জখম হন। পরে দুজন নৌকা নিয়ে এলাকায় ফিরে আসেন। তাঁদের বাসন্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। শ্রীপদবাবুর বাড়িতে তাঁর নিখোঁজের দুঃসংবাদ পৌঁছলে কান্নার রোল ওঠে। বনদপ্তরের অনুমতি নিয়ে তাঁরা বনের ভিতর গিয়েছিল কিনা, সেই খোঁজ নেওয়া হচ্ছে। বনকর্মীরা ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করলেও এখনও খোঁজ মেলেনি বলে খবর। চরম দুশ্চিন্তায় শ্রীপদর পরিবার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুন্দরবনের জঙ্গলের নদীর ধারে কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক ব্যক্তি।
  • সেই সময় বাঘের হানা।
  • মুখে করে একজনকে তুলে নিয়ে গেল দক্ষিণরায়।
Advertisement