অর্ণব আইচ: দুর্নীতি অভিযোগে বিদ্ধ তৃণমূল। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে শীর্ষ তৃণমূল নেতা সুব্রত বক্সি জামাই পরিচয়ে প্রতারণার অভিযোগ। সরকারি চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ। আনন্দপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধৃতের কাছ থেকে দুটি নীলবাতি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
দিনকয়েক আগে সম্প্রতি দীপঙ্কর দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে আনন্দপুর থানার অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, নিজেকে সুব্রত বক্সির জামাই পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে দীপঙ্কর ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। দীপঙ্করকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মনে করছে, একা দীপঙ্কর নয়। এই প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে আরও অনেকেই।
[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলা: ‘খুব ভদ্র ছেলে’, ললিতের প্রশংসা বাগুইআটির বাসিন্দাদের]
একা ওই ব্যক্তিকে নাকি আরও অনেকজনকেই ঠকিয়েছেন দীপঙ্কর তা খতিয়ে দেখা হচ্ছে। নানা তথ্যের খোঁজে দীপঙ্করকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার প্রতারণা করে সে। তবে সেক্ষেত্রে পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা করে কিনা, তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।