সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে মার্কিন (USA) সেনার হয়ে আফগানিস্তানে (Afghanistan) কাজ করতেন। নিজের দেশে তালিবান (Taliban) শাসন কায়েম হওয়ার পরে প্রাণ হাতে নিয়ে আমেরিকায় পালিয়ে যেতে বাধ্য হন। তবে সেখানেও শেষরক্ষা হল না। গাড়ির চালানোর সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আফগান যুবকের। আহমাদ ইয়ারের মৃত্যুর পরে শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিচিতরা। পরিকল্পিতভাবেই কি খুন করা হয়েছে আফগান যুবককে, প্রশ্ন উঠছে মার্কিন পুলিশ মহলে।
কীভাবে মৃত্যু হল আফগান যুবকের? জানা গিয়েছে, বাড়তি উপার্জনের জন্য় রাতের বেলা ট্যাক্সি চালাতেন আহমাদ। সোমবার গভীর রাতেও গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। সেই সময়েই গুলি লেগে মৃত্যু হয় তাঁর। স্থানীয় নজরদারি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, একটি মাত্র গুলি চলেছে। তাতেই মৃত্যু হয় আহমাদের। গুলি চালানোর পরেই চার যুবক ঘটনাস্থল ছেড়ে পালাচ্ছে, সেই দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়।
[আরও পড়ুন: ‘আমায় ছেড়ে দিন’, সুকান্তর কাছে হাতজোড় করে আবেদন রাজ্য পুলিশের কর্মীর]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও খুনের দায়ের কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের সন্ধান দিতে পারলে ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পুলিশ। প্রসঙ্গত, প্রায় ১০ বছর ধরে মার্কিন সেনার অনুবাদক হিসাবে কাজ করেছেন আহমাদ। ২০২১ সালে তালিবানের হাতে কাবুলের পতনের পরেও দেশ ছেড়ে যেতে চাননি। তবে শেষ পর্যন্ত প্রাণভয়ে আফগানিস্তান ছাড়তে বাধ্য হন। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে আমেরিকায় বিশেষ ভিসা পেয়ে বসবাস শুরু করেন।
দয়ালু ব্যক্তি হিসাবেই সকলের কাছে পরিচিত ছিলেন আহমাদ। নিজের স্বল্প আয় সত্ত্বেও আফগান যুব প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অনুদান পাঠাতেন। তবে মার্কিন মুলুকে কেন এক আফগান যুবককে খুন করা হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। আফগান বলেই কি নির্দিষ্টভাবে তাঁকে খুন করা হল, উত্তর অধরাই।