shono
Advertisement

স্ত্রীকে যৌন হেনস্তা, বাবাকে গুলি ছেলের

এই ঘটনার পর অমিত নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন৷ The post স্ত্রীকে যৌন হেনস্তা, বাবাকে গুলি ছেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Sep 26, 2016Updated: 03:25 PM Sep 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূর সঙ্গে জোর করে অন্তরঙ্গ হতে চাইছিলেন শ্বশুর৷ আর তাই শাস্তি হিসাবে ছেলেই গুলি করলেন নিজের বাবাকে৷ কানপুরের ফারুকাবাদ জেলায় স্ত্রীর সম্মানহানি করার অপরাধে নিজের বাবাকে গুলি করলেন ২৮ বছরের অমিত৷

Advertisement

জানা গিয়েছে, গত শনিবার রতিরাম মদ্যপ অবস্থায় তাঁর পুত্রবধূর সঙ্গে জোর করে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা শুরু করেন৷ মহিলার বহু নিষেধ সত্ত্বেও রতিরাম তাঁর কথা শোনেননি৷ উপায় দেখতে না পেয়ে নিজের সম্মান বাঁচাতে চিৎকার করেন অমিতের স্ত্রী৷ আর চিৎকার শুনেই ঘটনাস্থলে উপস্থিত হন অমিত৷ বাবাকে নিজের স্ত্রীর সঙ্গে এমন আচরণ করতে দেখে রাগের মাথায় বাবাকে গুলি করেন তিনি৷

এই ঘটনার পর অমিত নিজে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন৷

জানা গিয়েছে, গুলির আঘাতে ঘোরতর জখম রতিরামকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অনেক রক্তপাত হলেও বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন৷

রতিরামের ছোট ছেলে অনুজের অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনের ধারায় অমিতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷

The post স্ত্রীকে যৌন হেনস্তা, বাবাকে গুলি ছেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement