রাজকুমার, আলিপুরদুয়ার: মাঝরাতে আলিপুরদুয়ারে (Alipurduar) শুটআউট। সকালে নদীর কাছ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। জানা গিয়েছে, মৃত যুবক গৌরব মুখোপাধ্যায় পেশায় একটি হোটেলের বাউন্সার। কে বা কারা তাঁকে কীসের জন্য এভাবে গুলি করল, তা এখনও অজানা। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মৃতের পরিবারের দাবি, তাঁর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। ঘাতকদের দ্রুত খুঁজে শাস্তির দাবি তুলেছে পরিবার।
পুলিশ সূত্রে খবর, আলিপুরদুয়ারের একটি নামী তিনতারা হোটেলের বাউন্সার (Bouncer)) ছিলেন গৌরব মুখোপাধ্যায়। এমনিতে কোনও শত্রু না থাকলেও জিমের কয়েকজনের সঙ্গে গৌরবের সম্পর্ক বিশেষ ভালো ছিল না। পরিবারের অভিযোগ, কেউ কেউ গৌরবের প্রতি ঈর্ষান্বিত ছিল। তবে কি তারাই গৌরবকে খুনের পিছনে দায়ী? প্রশ্ন উঠছে। রবিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভিতর আলিপুরদুয়ার শহর লাগোয়া ৩১ সি জাতীয় সড়কের ধারে ডিমা নদী লাগোয়া এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ (Deadbody) উদ্ধার হয়। গৌরবের বাড়ি আলিপুরদুয়ার শহর লাগোয়া নবীন ক্লাব এলাকায়।
[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]
কালচিনির নিমতি আউটপোস্টের পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে লতাবাড়ি হাসপাতালে পাঠানো হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় শহর জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মৃতের মা কৃষ্ণাদেবী জানাচ্ছেন, ”ছেলে ৪.৩০টে নাগাদ বেরিয়েছিল, রোজ যেমন বেরয়। রাতে ফোন করে বাবাকে জানায় যে ফিরতে রাত হবে, বাবা যেন খেয়ে নেন। কাল মোবাইলও ফেলে রেখে গিয়েছিল। সারারাত আমরা খোঁজখবর করেও কিছু জানতে পারিনি। সকালে দেহ উদ্ধার হল। ছেলের মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে গিয়েছে।”
[আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিজেপির ‘শিব’কে হারাতে ‘হনুমান’কে প্রার্থী করল কংগ্রেস]
প্রতিবেশীদের কথায়, ”ও সারাদিন কাজ নিয়েই থাকত। ভাল ছিল। কারা এরকম করল, কে জানে! আমাদের দাবি একটাই, যারা করেছে, দ্রুত তাদের ধরে শাস্তি দেওয়া হোক।” এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়।
দেখুন ভিডিও: