shono
Advertisement

আত্মঘাতী স্ত্রী, শোকে জলের ট‌্যাঙ্কে উঠে আত্মহত‌্যার চেষ্টা যুবকের!

বুধবার কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই যুবকের স্ত্রী।
Posted: 05:19 PM May 04, 2023Updated: 05:22 PM May 04, 2023

সম্যক খান, মেদিনীপুর: এ যেন বিখ‌্যাত সেই ‘শোলে’ সিনেমার দৃশ‌্য। প্রেমিকাকে পেতে জলের ট‌্যাঙ্কে উঠে আত্মহত‌্যার হুমকি দিয়েছিলেন বীরু তথা অভিনেতা ধর্মেন্দ্র। অনেক কসরৎ করে তাঁকে নামিয়ে আনা হয়েছিল। কিছুটা সেইরকমই দৃশ‌্য এবার দেখা গেল খোদ মেদিনীপুর (West Midnapore) শহরের বুকে পোলট্রি পুকুর এলাকায়। পুরসভার তৈরি করা ওভারহেড জলের ট‌্যাঙ্কে এবার উঠে গেলেন বছর তিরিশের ভিকি পাওয়ার! তফাৎ শুধু একটাই, বীরু তাঁর প্রেমিকাকে কাছে পেতে ট‌্যাঙ্কে উঠেছিলেন আর মেদিনীপুরের ভিকি তাঁর আত্মঘাতী স্ত্রীর শোকে ট‌্যাঙ্কে উঠে আত্মহত্যার (Attempt o suicide) চেষ্টা করেছিলেন।

Advertisement

ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁদের চোখে পড়ে দৃশ্যটি। দেখেন যে ওভারহেড ট‌্যাঙ্কের উপরের অংশে এক যুবক উঠে গিয়েছেন। ওই জলাধারের উচ্চতা প্রায় ৮০ ফুট। তার উপরিভাগে উঠে ওই যুবক বলতে থাকেন, ”আমিও আমার বউয়ের কাছে চলে যাব।” আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাঁর এসব কথাবার্তা শুনে এবং কাণ্ড দেখে ভয় পেয়ে যান এলাকার মানুষজনও। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেন। প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে দমকল বিভাগও। কোতয়ালী থানা থেকে চলে আসে পুলিশও।

[আরও পড়ুন: ‘মেয়েকে গ্রেপ্তার করলেন, বিবেকে বাঁধল না?’, ইডি আধিকারিকের হাত ধরে প্রশ্ন অনুব্রতর]

দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বিভাগের কর্মীরাও ওই জলাধারের উপরে উঠে বুঝিয়েসুঝিয়ে ওই যুবককে নিচে নামিয়ে নিয়ে আসে। যুবকটি অবশ‌্য তখনও সমানে বলে চলেছে, ”আমাকে তোমরা বাঁচাতে পারবে না। আমি আমার বউয়ের কাছে যাবই।” ঘটনাসূত্রে জানা গিয়েছে যে ওই পোলট্রিপুকুর পাড়ের কাছেই সেখপুরার ভুঁইঞাপাড়া বসতিতে স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন ভিকি পাওয়ার। প্রচুর মদ‌্যপান করে সে। নানা কারণে পারিবারিক অশান্তি চলছিল। তাঁর স্ত্রী গত বুধবারই কীটনাশক খেয়ে আত্মহত‌্যা করেছে। তারপর থেকে আরও বেশী করে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে ভিকি। সেই অবসাদের জেরেই এদিন ওই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত ওই যুবককে মেদিনীপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর কাউন্সেলিং করার কথা ভাবা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: ‘নাগরিকত্ব নিয়ে ভাববেন না, আমি গ্যারেন্টার’, NRC নিয়ে ফের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার