shono
Advertisement

ভারী ব্যাগের জন্য বাড়তি খরচে ‘না’, একসঙ্গে ১৫টি জামা পরে বিমানবন্দরে যাত্রী

ভাইরাল ভিডিও দেখে আপনিও হাসতে বাধ্য৷ The post ভারী ব্যাগের জন্য বাড়তি খরচে ‘না’, একসঙ্গে ১৫টি জামা পরে বিমানবন্দরে যাত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:55 PM Jul 10, 2019Updated: 07:55 PM Jul 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়াতে যাওয়ার সময় ব্যাগে অতিরিক্ত জামাকাপড় নিয়ে যাওয়ার অভ্যাস থাকে অনেকেরই৷ ব্যাগের ওজনের কথা মাথায় রাখেন না তাঁরা৷ কিন্তু অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে বিমানে যাতায়াত করবেন আর বাড়তি খরচ হবে না, তা তো হতে পারে না৷ কিন্তু নাহ, বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ম মানতে নারাজ এক যাত্রী৷ ব্যাগের বাড়তি ওজন কমাতে এক যাত্রী যা করলেন, সেই ভাইরাল ভিডিওই এখন নেটিজেনদের হাসির খোরাক৷

Advertisement

[ আরও পড়ুন: মাছ বাজারে গিয়ে দর কষাকষি কাকের! ভাইরাল ভিডিও]

যাত্রী জন ইরভিনের EASYJET নামে এক সংস্থার বিমানে চড়ে এডিনবার্গ যাওয়ার কথা ছিল৷ তাই গ্লাসগো বিমানবন্দরে এসেছিলেন তিনি৷ বিমানে চাপার আগেই বিপত্তি৷ নিরাপত্তাকর্মীরা সাফ জানিয়ে দেন, ইরভিনের ৮ কিলো ওজনের ব্যাগ নেওয়ার অনুমতি রয়েছে৷ কিন্তু তাঁর ব্যাগের ওজন নির্ধারিত সীমার তুলনায় অনেকটাই বেশি৷ তাই গাঁটের কড়ি খরচ করে দিতে হবে বাড়তি টাকা৷ তবে ইরভিনও মোটেই এক কথায় অতিরিক্ত টাকা খরচের পাত্র নন৷ বেশি খরচের কথা শুনে রীতিমতো রেগে যান তিনি৷

[ আরও পড়ুন: গেটে ঝুলছে দৈত্যাকৃতি সরীসৃপ! বাড়ি ঢুকতে গিয়ে আঁতকে উঠলেন মালিক]

আচমকা বিমানবন্দরেই নিজের ব্যাগ খুলে ফেলেন ক্ষুব্ধ ইরভিন৷ টেনে হিঁচড়ে একের পর এক জামা বের করতে থাকেন৷ প্রথমে বেশ রাগ রাগ মুখ করে গায়ে একের পর এক জামা পরতে শুরু করেন৷ ১৩টি জামা পরার পর মেজাজ বদলে যায়৷ হেসে ফেলেন ইরভিন৷ এভাবে ব্যাগের ওজন কমাতে ১৫টি জামা পরে ফেলেন তিনি৷ ইরভিনের কাণ্ড দেখতে ততক্ষণে বিমানবন্দরে বেশ ভিড় জমে গিয়েছে৷ অন্যান্য যাত্রী এবং বিমানকর্মীরা তাজ্জব হয়ে যান৷ জন ইরভিনই ভিডিও টুইট করেন৷ ইন্টারনেটের দ্রুততার দৌলতে তা ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি৷ জরিমানার পরিবর্তে ব্যাগের ওজন কমানোর জন্য ইরভিনের এমন উদ্যোগে হেসে খুন নেটিজেনরা৷

[ আরও পড়ুন: ৩ বছরেই চড়াই-উতরাই ভেঙে সর্বকনিষ্ঠ ‘হাইকার’ কাশ্মীরি খুদে]

তবে এই প্রথমবার নয়, এর আগে ম্যানচেস্টারের ৩০ বছর বয়সি নাতালি ওয়েইন অতিরিক্ত ব্যাগের ভাড়া না দেওয়ার জন্য সাতটি জামা এবং দুটি শর্টস পরে নিয়েছিলেন৷ তিনিও ভাইরাল হয়ে গিয়েছিলেন নিমেষেই৷ ওই ঘটনার প্রসঙ্গ টেনে অনেকেই বলছেন নাতালির দেখানো পথে নাকি হাঁটলেন ইরভিন৷

 

The post ভারী ব্যাগের জন্য বাড়তি খরচে ‘না’, একসঙ্গে ১৫টি জামা পরে বিমানবন্দরে যাত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার