shono
Advertisement

ঢাকায় গুলশন হামলার ‘অস্ত্র সরবরাহকারী’গ্রেপ্তার

আমের ট্রাকে অস্ত্র পাচারের অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Posted: 09:13 PM Mar 01, 2017Updated: 03:43 PM Mar 01, 2017

সুকুমার সরকার, ঢাকা :  গুলশন-হামলার ঘটনায় আরও এক নব্য জেএমবি নেতাকে গ্রেপ্তার করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম ইউনিট। ধৃতের নাম মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজান। গুলশন হলি আর্টিজেন বেকারিতে জঙ্গি হামলায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহে নাম জড়ায় মিজানুরের।

Advertisement

ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতে ঢাকার বনানী এলাকায় একটি বাস থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরকে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে  AK-22 রাইফেল, ডেটোনেটর, হ্যান্ড গ্রেনেড, গুলি বাংলাদেশে সরবরাহ করত মিজানুর।

অস্কারের ব্যাকস্টেজে ‘মাতাল’ প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিও

গুলশন হামলার আগে একটি আমের ট্রাকে এইসব অস্ত্র তানভির কাদরির বাড়িতে রেখে আসে সে। হামলার সময় এই অস্ত্রই ব্যবহার করা হয়। গত ২ নভেম্বর মিজানুরের ছোটভাই-সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই উঠে আসে মিজানুরের নাম। বুধবার তাকে আদালতে তোলা হয়েছে।

ফাঁস ‘আনারকলি অব আরা’র যৌন দৃশ্য, ভাইরাল ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement