shono
Advertisement
God

বিয়ের জন্য ব্যাকুল যুবকের জুটছে না পাত্রী! হতাশায় ঈশ্বরকে লিখলেন চিঠি, তার পর...

চিঠিতে কী লিখেছেন যুবক? ঈশ্বর কী তাঁর মনের কথা শুনেছেন?
Published By: Subhankar PatraPosted: 03:06 PM Aug 06, 2024Updated: 11:26 PM Aug 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ' আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ'। বিবাহযোগ্যা কন্যা না পেয়ে শেষ পর্যন্ত মহাদেবকেই চিঠি লিখে বসেছেন যুবক। সোশাল মিডিয়ায় সেই চিঠি ভাইরাল হতেই হাসিতে ফেটে পড়েছে নেট দুনিয়া। তিনি 'মনের মানুষ' পেয়েছেন কিনা জানা নেই। তবে তাঁর লেখা চিঠি ঘুরছে মোবাইলে, মোবাইলে।

Advertisement

ব্যাপারটা কী? মহাদেবের জন্মের মাস শ্রাবণ। এই মাসে ভক্তি ভরে দেবাদিদেবের পুজো করলে মনস্কামনা পূরণ হয়! এ কথা শুনে ছিলেন যুবক। সেই বিশ্বাসে ভর করে বিয়ের কথা জানিয়ে কৈলাশ পর্বতের ঠিকানায় চিঠি লিখে ফেলেন তিনি। সেই চিঠি সামাজিক মাধ্যমে পোস্টও করা হয়। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: এক ক্যালেন্ডারেই পৃথিবীর সব তারিখ! ‘অনন্ত ক্যালেন্ডার’ বানিয়ে তাক লাগালেন সিউড়ির ছাত্র]

চিঠিতে নিজের বিয়ে না হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন ২৬ বছর বয়সী যুবক। তিনি লিখেছেন, 'আমার বিয়ে হচ্ছে না। বাড়ির লোকও মেয়ে খুঁজে পাচ্ছেন না। তাই শেষ পথ হিসাবে মহাদেব আপনার কাছে চিঠি লিখছি।' চিঠিতে তাঁর দাবি, মহাদেব যেন কোনও মেয়ের মন বদলে দেন, যাতে সেই মহিলা যেন তাঁকে বিয়ে করে নেন। তবে এই কাজ ভগনবানকে বিনামূল্যে করাতে চাইছেন না যুবক। টাকাতো দেওয়া যাবে না। তাই নিজের কাজ হয়ে গেলে তিনি প্রাসদ হিসাবে ২ দুই বস্তা ভাঙ ও ১ কেজি গাঁজা মহাদেবের কাছে নিবেদন করবেন বলে লিখেছেন চিঠিতে।

শাস্ত্রমতে, এই মাসে শিবের পুজো করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। এই ভক্ত একধাপ এগিয়ে চিঠি লিখেছেন। মহাদেবের কাছে সেই চিঠি গিয়েছে কিনা তা শিবশম্ভুই জানেন। তবে এই ভাইরাল চিঠি অনেক মেয়ের নজরে এসেছে। মহাদেবের কৃপায় যুবক পছন্দের জীবনসঙ্গী পেয়েছেন কিনা জানা যায়নি। তবে চিঠি পড়ে কার্যত পেটে খিল ধরেছে নেট নাগরিকদের।

[আরও পড়ুন: অলিম্পিকে ফিরল শাহরুখের স্ক্রিপ্ট, রোহিদাসকে নির্বাসিত করলেন ‘চক দে ইন্ডিয়া’র ‘ভিলেন’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ'- বিবাহযোগ্যা কন্যা না পেয়ে মহাদেবকে চিঠি যুবকের।
  • সোশাল মিডিয়ায় সেই চিঠি ভাইরাল হতেই হাসিতে ফেটে পড়েছে নেট দুনিয়া।
  • তিনি 'মনের মানুষ' পেয়েছেন কিনা জানা নেই। তবে তাঁর লেখা চিঠি ঘুরছে মোবাইলে মোবাইলে।
Advertisement